স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মাদরাসা ছাত্রকে সাপ দংশন করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাঝিশাইল গ্রামে খলিলুর রহমানের পুত্র মাদরাসা ছাত্র হাসান মিয়া (১৫) জমি দেখার জন্য যায়। এ সময় একটি কালো রংয়ের প্রায় ৪ হাত লম্বা সাপ তার পা’য়ে কামড় দেয়। তখন তার স্বজনরা পা’য়ে বাধন দিয়ে নিয়ে যান স্থানীয় ওঝার নিকট ঝাড়ফুঁকের জন্য। সেখানে নেয়ার পর ঝাড়ফুঁক করলেও সুস্থ না হওয়ায় সদর হাসপাতালে আনা হয়। কিন্তু এখানে বাধন না খোলায় চিকিৎসা দিতে পারেননি ডাক্তাররা। বর্তমানে সে মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছে।