নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার তহশীল অফিসের তহশীলদার সত্যন্দ্র কুমার দাশের বিরুদ্ধে ঘুষ, দুর্ণীতিসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এছাড়া আশপাশের সরকারী খাস খতিয়ানের ভুমি নিয়েও চলছে বানিজ্য। দীর্ঘদিন ধরে উক্ত তহশীলদার নানা অপকর্ম করলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়না।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার টু বাংলা বাজার সড়কের প্রবেশ মুখে তহশীল অফিস থেকে প্রায় ১ শত গজ দুরে রাস্তার পাশে সরকারী জায়গায় জবর দখল করে ব্যবসা করছেন জালালসাপ গ্রামের ওয়াহিদ মিয়া, রূপন মিয়া, তরাজ মিয়া, নজরুল মিয়া ও নুর উদ্দিন। তারা দীর্ঘ ৩/৪ বছর ধরে সরকারের কোটি টাকার এই সম্পত্তি অবৈধভাবে দখল করে ভোগ করে আসলেও স্থানীয় তহশীল অফিস কার্যত কোন ভুমিকা নেয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগও দেন। অদৃশ্য কারনে তা উচ্ছেদ হয়নি। জানা গেছে, তৎকালীন সময়ে আওয়ামীলীগের আর্শিবাদে এই চক্র জায়গাটি জবর দখল করে। পরে তহশীলদার সত্যন্দ্র কুমার দাশকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে ওই সরকারী জায়গায় ঘর তৈরী করে তারা দিব্যি ব্যবসা বানিজ্য করে আসছেন। সরকারের কোটি টাকা জায়গা বেহাত হওয়ার আশংকা এলাকাবাসীর।
অপর দিকে খাজনা নিতে গিয়েও উক্ত তহশীলদার করেন লঙ্কাকান্ড। ৫ হাজার টাকা নিয়ে ৫শত টাকার রশীদ দেন। এমন অভিযোগ রয়েছে তহশীলদার সত্যন্দ্র কুমার দাশের বিরুদ্ধে।
এ ব্যাপারে উক্ত তহশীলদারে সাথে যোগাযোগ করলে সরকারী জায়গা জবর দখলের কথা স্বীকার করে বলেন, উচ্ছেদ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে প্রতিবেদন দেয়া হয়েছে। জবর দখলকারীদের কাছ থেকে মাসিক চাদাঁ নেয়ার জবাবে তিনি এড়িয়ে যান।
স্থানীয় লোকজন বলেন, তহশীলদার সত্যন্দ্র কুমার দাশ ওই এলাকায় যোগদানের পর থেকে উক্ত অফিস’কে ঘুষের আখড়া বানিয়ে রেখেছেন। উনার বাড়ী নবীগঞ্জ উপজেলায় হওয়ায় অনেকেই ভয়ে কিছু বলতে সাহস পান না। কেউ প্রতিবাদ করলেই নানা ভাবে হুমকী দেন তিনি। কুর্শি গ্রামের নাম অপ্রকাশের শর্তে একজন বলেন, ১০ হাজার টাকা খাজনা দিলেন। তাকে ২ হাজার টাকার রশীদ দেয়া হয়েছে। এর প্রতিবাদ করলে তহশীলদার বাকী রশীদ পরে নিতে বলে বিদায় করে দেন। সরকারী জায়গা জবর দখলকারী তরাজ মিয়া বলেন, আমরা তহশীলদারকে টাকা দিয়ে উক্ত জায়গায় ঘর বানিয়ে ব্যবসা করে আসছি।