নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং থেকে চুরি করা ছাগল নবীগঞ্জে বিক্রি করতে এসে দুই চোর স্থানীয়দের হাতে ধরা পড়েছে। পরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (১২ মে) বিকেলে নবীগঞ্জ উপজেলার গুজাখাইর এলাকায়। জানা গেছে, বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া (বাদাওড়ি) মহল্লার সুজন নামের এক যুবকের সিএনজি ভাড়া নিয়ে একই এলাকার মক্কু মিয়ার পুত্র সিয়াম ও মতিন মিয়ার পুত্র মোফাজ্জলসহ আরও কয়েকজন ছাগল চুরি করে। চুরি করা ছাগল বিক্রির উদ্দেশ্যে নবীগঞ্জ উপজেলার গুজাখাইর এলাকায় গেলে স্থানীয়দের সন্দেহ হয়।
স্থানীয়রা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে সিয়াম ও মোফাজ্জলকে আটক করে গণপিটুনি দেয়। পরে ছাগলসহ সিএনজি আটকে রাখা হয়। তবে সিএনজি চালক নূর মিয়ার পুত্র সামাউন মিয়া পালিয়ে যেতে সক্ষম হয় বলে আটককৃতরা জানায়।খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক অন্যান্যদেরও চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”