স্টাফ রিপোর্টার ॥ পুলিশের সাবেক আইজিপি ও সাবেক নির্বাচন কমিশনার হবিগঞ্জের কৃতি সন্তান মোদাব্বির হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় জি কে গউছ বলেন- সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী ছিলেন হবিগঞ্জের গর্ব, আমাদের অহংকার। তিনি খুব ভদ্র মানুষ ছিলেন, বিনয়ী ছিলেন, পরহেজগার ছিলেন, পরোপকারী ছিলেন। সর্বোপরি একজন ভালো মানুষ ছিলেন। দেশ বরেণ্য এমন ব্যক্তির মৃত্যুতে হবিগঞ্জের ও অপূরণীয় তি হয়েছে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।