শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক ॥ খানা-খন্দকে ভরা ॥ ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ॥ প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা হবিগঞ্জে বিজিবি’র পৃথক পৃথক অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনার ৩দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার শহরে কোর্ট থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ যুবক আটক শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল ॥ উত্তেজনা মাধবপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা বানিয়াচংয়ে মাওঃ মাসউদ হাসানের ইন্তেকাল ॥ আজ জুম্মার পর জানাযা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ গ্রেফতার ৪ নবীগঞ্জে পুলিশের উপর হামলা ॥ ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ নিয়ে চলছে নানামুখী তৎপরতা

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেতে মেম্বারদের মাঝে চলছে নানামুখী তৎপরতা। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেতে নতুন করে আলোচনায় এসেছেন ইউপি সদস্য জাহেদ আহমেদ। এ নিয়ে সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় বইছে। তিনি জামায়াতে ইসলামীর রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবার জন্য দৌড়ঝাপ শুরু করেছেন। স্থানীয় সরকার আইন অমান্য করে অনিয়মতান্ত্রিক পন্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে চান জাহেদ আহমেদ এমন অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুইজন ইউপি সদস্যদের সঙ্গে আলাপকালে জানা যায়- ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ইমদাদুর রহমান মুকুল। এছাড়া ৯টি ওয়ার্ডে ৯জন ইউপি সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণের পর পরিষদের সদস্যদের ভোটে প্যানেল চেয়ারম্যান (১) নির্বাচিত হন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল আহমেদ ছালিক। প্যানেল চেয়ারম্যান (২) নির্বাচিত হন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য অয়তুন মিয়া ও প্যানেল চেয়ারম্যান (৩) নির্বাচিত হন ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারভীন বেগম।
২০২৪ সালে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ইমদাদুর রহমান মুকুল। এরপর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গজনাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) ইকবাল আহমেদ ছালিককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেন। এরপর থেকে গজনাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিক ইউনিয়নে সকল ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিকের ইউনিয়ন পরিষদ পরিচালনার মধ্যে ইউপি সদস্যদের কোনো ধরণের অসন্তোষ বা অভিযোগ ছিল না। ৫ই আগস্টে দেশে পট পরিবর্তনের পর গজনাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে তৎপর হয়ে উঠেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ আহমেদ। জাহেদ নিজেকে জামায়াতে ইসলামীর নেতা পরিচয় দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিক আওয়ামী ঘরানার বলে অভিযোগ তোলা হয়। এ ছাড়া আওয়ামী লীগ পন্থি ইউপি সদস্যদের হয়রানী বা গ্রেফতার থেকে রক্ষা করারও আশ্বাস দেয়া হয়। ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক ভাবে বৈঠক করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করা হয়। জামায়াতে ইসলামীর পরিচয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে তদবির নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সঙ্গেও দেখা করেন জাহেদ। এদিকে অনাস্থা প্রস্তাবে সকল ইউপি সদস্য পুরোপুরি ঐক্যমত না হওয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিককে গ্রেফতার করানোর অপচেষ্টায় করা হচ্ছে।
এদিকে জাহেদ আহমেদ মেম্বারের রাজনৈতিক পরিচয় নিয়েও জনমনে বিভ্রান্তি রয়েছে। তিনি আওয়ামী লীগের শাসনামলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের আস্তাভাজন সহকর্মী ছিলেন বলে সর্বত্র প্রচার রয়েছে। পটপরিবর্তনের পর নিজেকে জামায়াতে ইসলামীর গজনাইপুর ইউনিয়নের দায়িত্বশীল পরিচয় দিতে শুরু করেন জাহেদ আহমেদ।
এ ব্যাপারে ইউপি সদস্য জাহেদ আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন স্থানে যেতে পারেন না, এ বিষয়সহ বিভিন্ন বিষয়ে ইউএনও সাহেবের সাথে আলাপ হয়েছে। স্থানীয় সরকার আইনের কোন বিধানে আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে চাচ্ছেন জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com