বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নয়া কমিটি

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়। পদাধিকার বলে কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা প্রশাসককে। সদস্য করা হয়েছে সাবেক ক্রিকেটার ও সংগঠক মাহবুবুল বারী চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ মুশফিক আহমেদ, সাবেক ক্রিকেটার ও সংগঠক সাইফুল ইসলাম জসিম, সাবেক ফুটবলার ও সংগঠক মো. জয়নাল আবেদীন, কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক বেগম রাবেয়া সুলতানা মিম, ছাত্র প্রতিনিধি নাহিদ উদ্দিন তারেক, ক্রীড়া সাংবাদিক সৈয়দ এখলাছুর রহমান খোকন। পদাধিকার বলে সদস্য সচিব করা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (জেলা ক্রীড়া কর্মকর্তার পদ শূন্য বিধায়)।
পত্রে উল্লেখ করা হয়, ২০১৮ এর ধারা ২ (১৫) এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসারে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ২ (৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর থেকে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও আত্মগোপন করেন। পরে এ কমিটি ভেঙ্গে দেয়া হয়। এরপর থেকে এ্যাডহক কমিটি গঠন নিয়ে চলছিল আলোচনা। অবশেষে বৃহস্পতিবার এ কমিটি অনুমোদন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com