সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

বানিয়াচঙ্গে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার সন্তানের বিবস্ত্রতা দেখে অসুস্থ পিতার মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সন্তানের বিবস্ত্রতা দেখে মারা গেলেন বাবা। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেলে বানিয়াচং সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের দক্ষিণ যাত্রাপাশা গ্রামে। এদিকে ঘটনার ১ দিন পর গতকাল সোমবার ধর্ষণের শিকার শিশুটির অসুস্থ পিতা দুলাল মিয়া দুপুর ১২টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ধর্ষণের ঘটনায় ধর্ষিতা শিশুর নানী মোছাঃ মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেছেন। বানিয়াচং থানার মামলা নং ১০, তারিখ ১০/০৩/২৫ইং। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দক্ষিণ যাত্রাপাশা এলাকার বনমুথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া এবং একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া নামে ২ জনকে আটক করেছে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, গত রোববার বিকেলে শিশুটিকে ১০ টাকার একটি নোট হাতে দিয়ে তাকে টানা হেচড়া করে পাশ^বর্তী বার্নিতলা ডালীগাছ নামক জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে দুই কিশোর। এ সময় শিশুটি জোরে চিৎকার করতে লাগলে আশপাশের লোকজন এসে শিশুটিকে জঙ্গল থেকে আহত অবস্থায় উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে যান। শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, এ বিষয়ে বানিয়াচং থানায় একটি নিয়মিত ধর্ষনের মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুর রহিমকে।
এদিকে ধর্ষনের একদিন অতিবাহিত হতে না হতেই ধর্ষনের শিকার শিশুটির অসুস্থ পিতা দুলাল মিয়া নিজ বাড়ীতে মৃত্যুরকোলে ঢলে পড়েন। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষ ভীড় জমাচ্ছে ওই বাড়ীতে দুলাল মিয়াকে একনজর দেখার জন্য। অনেকের ধারণা মেয়ের এ অবস্থা দেখে অসুস্থ পিতা দুলাল মিয়া মানসিকভাবে ভেঙ্গে পড়েন যার দরুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে দুলাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটির যাবতীয় চিকিৎসা ব্যয় এবং মামলা সংক্রান্ত সকল বিষয়ে সহযোগিতার আশ^াসও দিয়েছেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com