বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রকাশিত সংবাদে গ্রামবাসীর প্রতিবাদ ‘চরগাঁও গ্রামে মাটি কাটার সাথে বিএনপি’র নেতা-কর্মীরা জড়িত নয়’

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬৩ বা পড়া হয়েছে

গত ২৮ ফেব্রুয়ারী দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকায় ‘আওয়ামীলীগ-বিএনপি নেতাদের বিরুদ্ধে চরগাঁওয়ের সরকারি খালের মাটি বিক্রির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। মূলত সরকারী খালের মাটি বিক্রির সাথে বিএনপি ও অন্য রাজনৈতিন সংগঠনের কোন নেতা-কর্মী জড়িত নয়। পত্রিকায় ভূয়া-ভিত্তিহীন সংবাদ প্রকাশ হওয়ায় এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সংবাদে বলা হয়েছে, সদর উপজেলা নোয়াখাল চরগাঁয়ে সরকারি খাল থেকে মেশিন দিয়ে মাটি উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী চক্র। এতে তেঘরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক কে এম রাজিব, সদর উপজেলার ৩নং ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, ৯নং পুকড়া ইউনিয়ন বিএনপি নেতা আফরোজ মিয়া, আওয়ামীলীগ নেতা সুজন, শাহ আলম, আহমেদ আলী, সৈয়দাবাদ গ্রামের ওয়ার্ড আওয়ামীলগ সহ-সভাপতি অলি মিয়া মেম্বার মিলে সরকারি খাল ও বাঁধ কেটে মাটি বিক্রি করে আসছেন। যা হাস্যকর ও কাল্পনিক বটে। সংবাদটি আমরা চরগাঁও গ্রামবাসী পাঠ করিয়া বিস্মিত হয়েছি। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। প্রকৃত সত্য হলো আমরা চরগাঁও গ্রামবাসী গ্রাম পঞ্চায়েতের ভূমি হইতে নিজস্ব অর্থায়নে মাটি খনন করিয়া গ্রামের মসজিদ মাদ্রাসা ও স্কুলের রাস্তাসহ গ্রামের রাস্তা নির্মাণ করছি। এখানে আরও উল্লেখ আবশ্যক যে, বিজয়ের প্রতিধ্বনিতে প্রকাশিত সংবাদে আওয়ামীলগ ও বিএনপি দলীয় যে সকল রাজনৈতিক নেতাদের নাম উল্লেখ করা হয়েছে তাহারা অত্র ঘটনার সাথে জড়িত নহে বরং উল্লেখিত প্রকাশিত সংবাদটি সংবাদের গুরত্ব বুঝানোর জন্য রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করিয়াছে। এখানে আরও উল্লেখ করা আবশ্যক যে, সাংবাদিকদের টাকা দিয়ে ভষিভূত করে ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এতে আমাদের মানহানী হয়েছে। আগামীতে এমন ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা চরগাঁও গ্রামবাসীর পক্ষ থেকে মিথ্যা, বানোয়াট ও ভূয়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী চরগাও গ্রামবাসীর পক্ষে,
মোঃ ফরিদ মিয়া, মোঃ মানিক মিয়া, মোঃ আব্দুল আহাদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ সাখাওয়াত হোসাইন বিলাত, আফিল উদ্দিন, আমির উদ্দিন, মোঃ বশির মিয়া, মোঃ আলী আহাদ, মোঃ ছুল্লিক মিয়া, মোহাম্মদ আমিন, রহুল আমিন সহ অর্ধশতাধিক ব্যক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com