স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দুই ফিডারে আজ বিদ্যুত থাকবে না। শ্যামলী ফিডারে সকাল ৮টা থেকে বিকাল ৫টা আর রাজনগর ফিডারে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুত বিচ্ছিন্ন রাখা হবে। জরুরি মেরামত কাজের জন্য এমনটা করা হচ্ছে বলে জানিয়েছে পিডিবি। প্রসঙ্গত, প্রতি শনিবারই পিডিবির কোনো না কোনো কাজ থাকে বিদ্যুত লাইন মেরামতে। দীর্ঘদিন ধরেই চলে আসছে এমন অবস্থা। আসন্ন রমজানে এমনটা করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শহরবাসী।