রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুরে যানবাহনে দুর্ধর্ষ ডাকাতি ॥ আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রবাসী ও তার পরিবারকে মারধোর করে হাত-পা বেঁেধ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকটি যানবাহন ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামের সিরাজুল ইসলাম (৭৫), তার পুত্র প্রবাসী ইসমাইল হোসেন (৩৫), আব্দুল গনি জমাদারের পুত্র আব্দুল কাইয়ুম (৪৫), সিরাজুল ইসলামের কন্যা (১৭), জাহির মেম্বারের পুত্র নোহা চালক নুরুল হক (৩৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে প্রবাসীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়। জানা যায়, প্রবাসী ইসমাঈল গতকাল শনিবার সন্ধ্যার পর বিমানে শাহজালাল বিমান বন্দরে আসেন। বাকী আহতরা তাকে আনার জন্য সেখানে যান। একটি নোহা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ২টার দিকে উল্লেখিত স্থানে পৌঁছলে ১০-১৫ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে নোহা আটকিয়ে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। তারা বাঁধা দিলে পিটিয়ে আহত করা হয়। ডাকাত দল এ সময় আরও বেশ কটি যানবাহনে গণডাকাতি করে বলে জানা গেছে। মাধবপুর থানার ওসি জানান, বিষয়টি জানার পর খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তাদেরকে কেউ এখনও জানায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com