স্টাফ কোয়ার্টার ॥ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের তালুকদার হানাফিয়া সুন্নীয়া হাফেজি মাদ্রাসায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, যুক্তরাজ্য যুবদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ আহমেদ এর সৌজন্যে ও ৫নং গোপায়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা অলিউর রহমান মানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট এনামুল হক সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পাবলিক প্রসিকিউটর (পিপি) ও হবিগঞ্জ জেলা বিএনপি’র সদস্য এডভোকেট আব্দুল হাই, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হবিগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সর্দার এম এ মন্নান, গোপায়া ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আবজাল হোসেন আব্দাল, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রুবেল, হবিগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব সাইদুর রহমান, সদর উপজেলা ওলামা দলের আহবায়ক নজরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সুহেল, যুগ্ম আহবায়ক লিটন মিয়া, সদর উপজেলা ছাত্রলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা যুবদল নেতা নিয়াজ উদ্দিন হারুন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মামুন মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক নুরুজ্জামান মিয়া, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, ৫নং গোপায়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপি নেতা কদর হোসেন, জিয়াউল হোসেন ফয়সল, আব্দুল মালেক, মুশফিকুল ফাহিল। শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।