স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ জেলা সাব রেজিস্ট্রার অফিসের ছাদ থেকে পড়ে সবুর আলী (৩৫) নামে এক নাইট গার্ডের রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা সাবরেজিস্টার অফিসে দুর্নীতি চলছে। অনেক সময় সাবরেজিস্ট্রার অফিস থেকে নথি গায়েবেরও অভিযোগ আছে। এছাড়া প্রতি দলিলে রেজিস্ট্রারি করতে শতকরা ১% করে সাবরেজিস্ট্রারকে কমিশন দিয়ে দলিল করতে হয়। নতুবা বিভিন্ন ত্রুটি দেখিয়ে দলিল ফেরত দেয়া হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে সাবরেজিস্ট্রার অফিসে কোন্দল হয়। হয়তোবা এরই জেরে সবুর আলী বলি হতে পারে বলে সহকর্মীরা মনে করছেন। মৃত সবুর আলী সদর উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের মৃত সাজেদ আলীর পুত্র। গত সোমবার রাত ১০টার দিকে মাটিতে উপুর হয়ে পড়ে থাকতে দেখে অপর নাইটগার্ড চিৎকার শুরু করে। তখন কৃষি বিশ^বিদ্যালয়ের ব্যাডমিন্টন খেলারত শিক্ষার্থীরা এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সবুর আলী মারা যায়। এরপর থেকেই নাইট গার্ড ইউসুফ আলী পালিয়ে যায়। তবে নিহত নাইটগার্ড সবুর আলীর একটি হাত ও একটি পা ভাঙ্গা ছিল। কপালেও আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ওসি আলমগীর কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে দেখা যায়, অনেক কাগজপত্র তছনছ, গুরুত্বপূর্ণ কাগজের রুমের জানালা ভাঙ্গা। এটি নাকি দীর্ঘদিন ধরেই এমন অবস্থায় রয়েছে।
ওসি জানান, যদি সে ছাদ থেকে পড়ে মারা যেতো তবে মুখ-হাত ও মাথা তেতলানো থাকতো। নিশ্চয়ই অন্যকোনোভাবে তার মৃত্যু হয়েছে। তবে পলাতক ইউসুফকে ধরতে পারলেই রহস্য উন্মোচন হবে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। পুলিশ গতকাল মঙ্গলবার বিকালে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করেছে। তবে তার স্ত্রীর দাবি, ইউসুফই তার স্বামীকে রহস্যজনক কারণে হত্যা করেছে। রাতেই পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।