নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাজ্য বিএনপির সদস্য ও ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেছেন- আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া বাজারে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তি হিসেবে বক্তব্য প্রদানকালে মতিউর রহমান চৌধুরী এসব মন্তব্য করেন। তিনি বলেন- ১৭ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসন ও স্বৈরশাসনামলে ইতিহাসের বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন, হত্যা, গুম, হামলা-মামলা, গ্রেফতার-কারাবন্দীর শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। অবর্ণনীয় এসব নির্যাতনের শিকার হয়েও দীর্ঘ এই সময় ধরেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকেছেন নেতাকর্মীরা। লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের। শুধু বিএনপি করার কারণে ঘর-বাড়ি ছাড়া হয়েছেন অনেকে, হারিয়েছে ব্যবসা-বাণিজ্য-চাকরিও। দল ত্যাগ করলেই অর্থ-সুন্দর জীবনের প্রলোভন থাকলেও তারা খেয়ে না খেয়ে রাত্রি যাপন করেছেন ক্ষেতে-খামারে। কিন্তু তারপরও দলের শীর্ষ নেতাদের প্রতি আনুগত্য ও আদর্শের প্রতি ছিলেন অবিচল। শেখ হাসিনার নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, ১৭ বছর অবর্ণনীয় নির্যাতনের কারণে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন আহমেদের সভাপতিত্বে পৌর ছাত্রদলের আহবায়ক সোহাগ চৌধুরী এবং করগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি মিয়ার সঞ্চালনায় দোয়া মাহফিল ও সংবর্ধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আহবাব চৌধুরী খোকন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শাহেব আলী, ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাব উদ্দিন শান্তি, সহ-সভাপতি আবু সুফিয়ান,সাধারণ সম্পাদক অধ্যাপক মুজতাহিদ উদ্দিন, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা যুবদল নেতা শেখ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আদিল আহমেদ, করগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্কেল আলী, সাংগঠনিক সম্পাদক ছমিরুল হক, ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা যুবদল-ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয় ও সংবর্ধিত ব্যক্তি যুক্তরাজ্য বিএনপির সদস্য ও ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।