সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক শহিদ জিয়ার নীতি আদর্শ বাস্তবায়ন হোক জন্মবার্ষিকীর অঙ্গীকার-এনামুল হক সেলিম শহরে নতুন স্টেডিয়ামের পাশের জমি থেকে লাশ উদ্ধার জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সালেহ আহমদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও দোয়া মাহফিল লালচান চা বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমানের দায়িত্ব গ্রহণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল হবিগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হবিগঞ্জে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা

  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি)’ প্রকল্পের আওতায় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগীতায় এই সেমিনার ও মেলা আয়োজন করা হয়। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের চিফ সায়েন্টিফ অফিসার ড. মাহমুদুল ইসলাম নজরুল ও সঞ্চালনা করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি যান্ত্রিকীকরণ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ‘বাংলাদেশের কৃষিখাতের প্রেক্ষাপটে যেসব কৃষি যন্ত্রপাতি প্রয়োজন সেসব টেকসই যন্ত্রপাতি আমাদের দেশে তৈরি করতে হবে। এজন্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বয় সাধণের মাধ্যমে কাজ করতে হবে। এছাড়া সঠিক ভ্যালু চেইন নির্ধারণের মাধ্যমে দ্রুত পচনশীল কৃষিপণ্য যেন মানুষের কাছে তাজা অবস্থায় পৌঁছায় তা নিশ্চিত করতে বাজার ব্যবস্থার দিকেও মনযোগ বাড়াতে হবে’।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের চিফ সায়েন্টিফ অফিসার ড. মোঃ নূরুল আমীন। সেমিনারে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দীক, বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ আকতারুজ্জামান। সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুজ্জামান গোলন্দাজ। সেমিনার শেষে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ফার্ম মেশিনারি ও পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এ পর্যন্ত ৫৫টি কৃষিযন্ত্র উদ্ভাবন করেছে, যা মাঠ পর্যায়ে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। এসব যন্ত্রপাতি কৃষিকাজে সময় ও শ্রমের সাশ্রয় করার পাশাপাশি উৎপাদন খরচও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশ নিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com