মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা চেষ্টা ॥ আটক ৩ বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকে শুল্ক বৃদ্ধি মাধবপুরে শিল্পপতিদের হতাশা জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ ঢাকায় বিমান বিধ্বস্ত এর ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল মিথ্যা ও হয়রানীরমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে বাদীর সংবাদ সম্মেলন বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১ হবিগঞ্জ শহরে বিক্ষোভ নিজামপুরে বিএনপির জনসভায় জি কে গউছ ॥ বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায় হবিগঞ্জ জেলা বিএনপির ৪ নেতার বিবৃতি ॥ নিরপরাধ লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাথে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে একমাত্র আলু ছাড়া কোনো সবজিই পাওয়া যাচ্ছে না ১শ টাকার নিচে। এতে সবজি কিনতে এসে হিমশিমে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তসহ সাধারণ ক্রেতারা।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজিতে ৪০০ টাকা। তবে কোনো কোনো বাজারে বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজি কাচা মরিচ বিক্রি করা হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দাম বেড়েছে অন্যান্য সবজি গুলোরও। বর্তমান বাজারে শসা প্রতি কেজি ১১০, বেগুন ১২০, আলু ৬৫, পেঁপে ৬০, লাল শাক ৮০, বরবটি ১২০, মুখি ১০০, করলা ১১০, গাজর ২৫০, ঝিঙে ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম ছিল অর্ধেক। অনেক সবজির দাম আবার ৩ গুন বেড়েছে। সবজির পাশাপাশি হাঁস, মোরগের ডিম এবং মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে।
বাজারে সবজির দাম উর্ধ্বমুখি হওয়ায় আগের মত বিক্রি নেই। সবজির দাম বেড়েই চলেছে। এতে করে সবজির সরবরাহ অনেকটাই কমেছে।
সবজির দাম বাড়ায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা। বিশেষ করে নিম্নআয়ের মানুষজন বেশি বেকায়দায় পড়েছেন। তারা বলছেন, সবজির দাম ঊর্ধ্বমুখীর কারণে চাহিদামতো কিনতে পারছেন না। প্রতিনিয়ত হিমশিম পোহাতে হচ্ছে তাদের।
শায়েস্তানগরের ব্যবসায়ীরা বলেন, বাজারে যে সবজি ওঠে, তার বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বাজারে সবজি সরবরাহ অনেকটাই কম। এ ছাড়া সবজি আনতে পরিবহন খরচ বেড়েছে। তাই দাম বাড়তির দিকে। সবজির দাম আরও বাড়তে পারে। বেশি দামে সবজি কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com