শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির র‌্যালী ॥ একেকটি সভাই প্রমাণ করে হবিগঞ্জে বিএনপি কত শক্তিশালী-জিকে গউছ হবিগঞ্জ পিডিবির অফিসে রহস্যজনক চুরি সংগঠিত নবীগঞ্জে সাংবাদিক আলীম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল ঢাকায় হত্যা মামলায় শেখ হাসিনার সাথে আসামী হলেন মাধবপুরের বিএনপি নেতা এখলাছ ভূইয়া শহরের ফায়ার সার্ভিস রোডের দোকানে চুরি নবীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে নারী নির্যাতন মামলায় মা-ছেলেসহ গ্রেপ্তার ৬ পুবাইলে গার্মেন্টসকর্মী রাজিব হত্যা মামলায় চুনারুঘাটের যুবকসহ ৩ জন গ্রেফতার বানিয়াচংয়ে মাদক মামলায় অভিযুক্ত বদরুল অধরা

নবীগঞ্জে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান ॥ দুর্গাপূজায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। গতকাল শনিবার বিকেলে দুর্গাপূজার বিজয়াদশমীতে নবীগঞ্জ পৌর এলাকার গোবিন্দ জিউড় আখড়া পূজা মন্ডপ ও লোকনাথ আশ্রম দুর্গাপূজা মন্ডপ তিনি পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান দর্শনার্থী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন- সকল শ্রেণীপেশার মানুষের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে, তাই দুর্গাপূজা মণ্ডপগুলোতে সৌহার্দপূর্ণ পরিবেশ বিরাজ করছে এরই ফলশ্রুতিতে শান্তিপূর্ণভাবেই দুর্গাপূজা উদযাপন সম্ভব হচ্ছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নাগরিক টেলিভিশন ও বাংলা ট্রিবিউন-এর প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী, গোবিন্দ জিউর আখড়ার মন্ডপের সভাপতি মন্টু আচার্য্য, পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, উপজেলা বিএনপি নেতা মুর্শেদ আহমদ, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, লোকনাথ আশ্রমের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, খোকন দাশ তালুকদার গুপ্ত প্রমুখ।
এসময় শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারায় প্রশাসন, রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com