স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা ওলামাদলের উদ্যোগে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাাবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১২ টার দিকে শহরের আরডিহল থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরে প্রদক্ষিণ শেষে হবিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে মিলিত হয়।
পরে দুপুর ১ টার দিকে জেলা ওলামাদল সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন। বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য ও জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা বিএনপি সাবেক সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, যুক্তরাজ্য যুবদল নেতা ইয়াহিয়া কোরেশী, বিএনপি নেতা এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ্ সালাউদ্দিন টিটু, বিএনপি নেতা কামাল শিকদার, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, উজ্জল আহমেদ, নূরুজ্জামান পলাশ, গোপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, হাফেজ হাফিজুর রহমান খান, জেলা ওলামাদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নোমান কবির ও মুফতি মাওলানা সুলতান আহমেদ, জেলা ওলামাদল নেতা হাফেজ জালাল আহমেদ, মাওলানা আবুল কাশেম, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা আমির হোসেন, মাওলানা জাহেদ, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ শাহ্ আলম, মাওলানা নুরুল হক, মৌলভী নুরুল হক, মৌলভী ওসমান গণি, মাওলানা মতিউর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আল-আমিন প্রমূখ।