নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে গ্রাম্য পঞ্চায়েত ও পূর্ব বিরোধের জেরে স্থানীয় আওয়ামিলীগ নেতা আকাবির মিয়া (৩২) ও আব্দুল হালিম গংদের রোষানলে মিথ্যা মামলায় পড়ে নিঃস্ব হয়ে পড়েছেন একই গ্রামের মোঃ শমসু মিয়া (৪৫) এবং তার পরিবার। গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মোঃ শমসু মিয়া। সংবাদ সম্মেলনে শমসু মিয়া বলেন, এতদিন আওয়ামীলীগের ভয়ে মুখ খুলতে পারিনি। এখন কথা বলার সময় হয়েছে। পূর্ব বিরোধ এর জের ধরে ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বাড়ি ফেরার পথে আকাবির এবং আব্দুল হালিম গংরা তাদের উপর হামলা চালায়। ওই হামলায় তাদের মারধর করে নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায় প্রতিপক্ষ। এ সময় স্থানীয় লোকজন আসলে দৌড়ি পালিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন আহত হয়। পরে মান উল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে ১১ অক্টোবর নবীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। তারা স্থানীয় আওয়ামিলীগ নেতাকর্মী নিয়ে আমার বাড়ীঘর লুটপাট এবং বসতঘরে অগ্নি সংযোগ করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে শমসু মিয়ার পরিবারের। মারধরের ঘটনায় ২০১৯ সালের ১১ অক্টোবর শমসু মিয়া বাদী হয়ে আশ্বাব উদ্দিনকে প্রধান আসামী করে ১৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। তদন্তকারী পুলিশ ঘুষের বিনিময়ে ওই মামলার চার্জশীট থেকে মূল আসামীসহ ১৫ জনের নাম বাদ দিয়ে চার্জশীট দাখিল করে বলে সংবাদ সম্মেলনে জানান শমসু মিয়া। শমসু মিয়া এবং তার পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদঘাটন করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।