স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের অধিকার এখানে এখনই প্রকল্প-২ এর উদ্যোগে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, আশ্রয়ন প্রকল্প, ইয়ুথ সদস্য ও সাধারণ জনগণের মাঝে দিনব্যাপী গাছের চারা বিতরণ ক্যাম্পেইন কর্মসূচী পালন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর গাছের চারা বিতরণ ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রেগুলেটরী অথরিটি ইউনিট সিলেট এর বিভাগীয় ব্যবস্থাপক রিপন চন্দ্র মন্ডল, আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক মো: লিটন মিয়া, ব্র্যাক জেলা সমন্বয়ক মো: আতাউর রহমান ও আলী ইদ্রিস হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং ইয়ুথ সদস্য, ব্র্যাকের ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের ইয়ুথ মোবিলাইজার তানিয়া সুলতানা। অনুষ্ঠানে ১ হাজার ফলজ, বনদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।