বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জীবন দিয়ে যাত্রীদের বাঁচালো কুকুর

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৩০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পথের ধারে মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকলেও আজকাল কেউ ঘুরে তাকাননা। আত্মকেন্দ্রীকতার এই যুগে এক সারমেয় হয়ে উঠল কয়েক’শ রেলযাত্রীদের ত্রাতা। গত ৩ সেপ্টেম্বর গুম্মিদিপুন্ডি-চেন্নাই লোকাল ট্রেন রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ স্টেশনে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে যাত্রীরা হুড়মুড়িয়ে স্টেশনে নেমে পড়ে বাস-সহ অন্যান্য গণপরিবহণ ধরার জন্য ছুট লাগান। অনেকে ওভারব্রিজের তোয়াক্কা না করে রেললাইন পেরিয়েই বড় রাস্তায় পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেন। ভারী বৃষ্টির জন্য স্টেশন চত্বর সেই সময় পানিতে থইথই করছিল। জায়গায় জায়গায় খানাখন্দে পানি জমে গেছে। স্টেশন থেকে বড় রাস্তায় যাওয়ার পথে এরকমই একটি খন্দে বিদ্যুতের তার পড়ে তড়িদাহত হয়েছিল। হাই ভোল্টেজের তার পড়ে থাকা সেই খন্দে পা রাখলে মৃত্যু অবধারিত। কিন্তু অতশত জানবে কে? সকলেই সেই খন্দ পেরিয়ে যাওয়ার জন্য ছুট লাগাচ্ছিলেন। এমন সময় পথ রুখে দাঁড়ায় একটি কুকুর। কাউকে সে সেই খন্দ পেরিয়ে যেতে দেবে না। ক্রমাগত ডেকেই চলেছে। কেউ এগিয়ে আসলেই তাঁকে কামড়ানোর ভয় দেখাতে থাকে। ভয়ে যাত্রীরা পিছিয়ে যান। কিন্তু ছয়জনের একটি দল কুকুরের ভয়ে গন্তব্যে পৌঁছাতে দেরি করতে চাইছিলেন না। কুকুরের প্রায় গায়ের উপর দিয়েই জলভরা খানাখন্দ পেরিয়ে যেতে চাইছিলেন বড় রাস্তায়। বেগতিক বুঝতে পেরে আর অপেক্ষা করেনি কুকুরটি। দলটিকে সতর্ক করতে নিজেই ঝাঁপ দেয় ওই তড়িদাহিত খন্দে। চোখের পলক পড়ার আগেই ঝলসে মারা যায় সে। স্তব্ধ হয়ে যান যাত্রীরা। সকলে বুঝতে পারেন, কেন কুকুরটি শর্টকাট আগলে দাঁড়িয়ে ক্রমাগত ডেকে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে যাত্রীরা খবর দেন স্টেশন কর্তৃপক্ষকে। তারা এসে কুকুরটিকে উদ্ধার করে। কিন্তু সে দেহে আর প্রাণ ছিল না। স্টেশনেরই অপর প্রান্তে তখন গলা ছেড়ে ডাকছে তার সদ্যোজাত দশ দিনের সন্তান। রক্ষাকর্তার সন্তানকে অসহায় হয়ে পড়ে থাকতে দেননি যাত্রীরা। তাকে তুলে দেওয়া হয়েছে ব্লুু ক্রসের হাতে। স্থানীয়দের বক্তব্য, মানুষের এতটাই বন্ধু হতে পারে এক সারমেয়? ‘হাচিকো’ বলে সিনেমায় এরকমই এক প্রভুভক্ত কুকুরের কাহিনীকে চিত্রায়িত করা হয়েছিল। যে তার প্রভুর জন্য দিনের পর দিন সমস্ত প্রতিকূলতা হেলায় উপেক্ষা করে আমৃত্যু অপেক্ষা করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com