শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

জীবন দিয়ে যাত্রীদের বাঁচালো কুকুর

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৯০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পথের ধারে মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকলেও আজকাল কেউ ঘুরে তাকাননা। আত্মকেন্দ্রীকতার এই যুগে এক সারমেয় হয়ে উঠল কয়েক’শ রেলযাত্রীদের ত্রাতা। গত ৩ সেপ্টেম্বর গুম্মিদিপুন্ডি-চেন্নাই লোকাল ট্রেন রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ স্টেশনে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে যাত্রীরা হুড়মুড়িয়ে স্টেশনে নেমে পড়ে বাস-সহ অন্যান্য গণপরিবহণ ধরার জন্য ছুট লাগান। অনেকে ওভারব্রিজের তোয়াক্কা না করে রেললাইন পেরিয়েই বড় রাস্তায় পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেন। ভারী বৃষ্টির জন্য স্টেশন চত্বর সেই সময় পানিতে থইথই করছিল। জায়গায় জায়গায় খানাখন্দে পানি জমে গেছে। স্টেশন থেকে বড় রাস্তায় যাওয়ার পথে এরকমই একটি খন্দে বিদ্যুতের তার পড়ে তড়িদাহত হয়েছিল। হাই ভোল্টেজের তার পড়ে থাকা সেই খন্দে পা রাখলে মৃত্যু অবধারিত। কিন্তু অতশত জানবে কে? সকলেই সেই খন্দ পেরিয়ে যাওয়ার জন্য ছুট লাগাচ্ছিলেন। এমন সময় পথ রুখে দাঁড়ায় একটি কুকুর। কাউকে সে সেই খন্দ পেরিয়ে যেতে দেবে না। ক্রমাগত ডেকেই চলেছে। কেউ এগিয়ে আসলেই তাঁকে কামড়ানোর ভয় দেখাতে থাকে। ভয়ে যাত্রীরা পিছিয়ে যান। কিন্তু ছয়জনের একটি দল কুকুরের ভয়ে গন্তব্যে পৌঁছাতে দেরি করতে চাইছিলেন না। কুকুরের প্রায় গায়ের উপর দিয়েই জলভরা খানাখন্দ পেরিয়ে যেতে চাইছিলেন বড় রাস্তায়। বেগতিক বুঝতে পেরে আর অপেক্ষা করেনি কুকুরটি। দলটিকে সতর্ক করতে নিজেই ঝাঁপ দেয় ওই তড়িদাহিত খন্দে। চোখের পলক পড়ার আগেই ঝলসে মারা যায় সে। স্তব্ধ হয়ে যান যাত্রীরা। সকলে বুঝতে পারেন, কেন কুকুরটি শর্টকাট আগলে দাঁড়িয়ে ক্রমাগত ডেকে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে যাত্রীরা খবর দেন স্টেশন কর্তৃপক্ষকে। তারা এসে কুকুরটিকে উদ্ধার করে। কিন্তু সে দেহে আর প্রাণ ছিল না। স্টেশনেরই অপর প্রান্তে তখন গলা ছেড়ে ডাকছে তার সদ্যোজাত দশ দিনের সন্তান। রক্ষাকর্তার সন্তানকে অসহায় হয়ে পড়ে থাকতে দেননি যাত্রীরা। তাকে তুলে দেওয়া হয়েছে ব্লুু ক্রসের হাতে। স্থানীয়দের বক্তব্য, মানুষের এতটাই বন্ধু হতে পারে এক সারমেয়? ‘হাচিকো’ বলে সিনেমায় এরকমই এক প্রভুভক্ত কুকুরের কাহিনীকে চিত্রায়িত করা হয়েছিল। যে তার প্রভুর জন্য দিনের পর দিন সমস্ত প্রতিকূলতা হেলায় উপেক্ষা করে আমৃত্যু অপেক্ষা করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com