বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুলিশের অভিযান ৩ পলাতক আসামী গ্রেপ্তার চুনারুঘাটে বিএনপির সমাবেশে জি কে গউছ ॥ বাংলাদেশের পতাকার অবমাননা করলে মানুষ বরদাস্ত করবে না বানিয়াচঙ্গে গভীর রাতে দুটি দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষিন কোরিয়ায় বৃত্তি এবং উচ্চ শিক্ষায় সহযোগিতার আশ্বাস নবীগঞ্জের কিশোর মোস্তাকিন হত্যার ১০ দিন অতিবাহিত হলেও আসামীরা অধরা তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে প্রশিক্ষন ও কৃষি উপকরন বিতরন করলেন যুবদল নেতা সালেহ আহমেদ চুনারুঘাটের মাদক ব্যবসায়ী শ্রীমঙ্গলে ফেনসিডিলসহ আটক ৭০ বছরের বৃদ্ধার চোখের নালী অপারেশন করিয়ে ইনার হুইল ক্লাব সদস্যদের মুখে তৃপ্তির হাসি নবীগঞ্জে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ঋনের মাধ্যমে দারিদ্র বিমোচন শীর্ষক সেমিনার অনুষ্টিত নবীগঞ্জে সরকারি জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আজ ॥ আ’লীগের প্রতিন্দ্বন্দ্বি আ’লীগ

  • আপডেট টাইম বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলায় ৬ জন জন, লাখাই উপজেলায় ৪ জন এবং শায়েস্তাগঞ্জ উপজেলায় ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩ উপজেলায়ই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ। তাই নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের মাঝে বিভক্তি দেখা দিয়েছে। মারামারির ঘটনাও ঘটেছে। ভোটের দিনেও এ দাঙ্গার আশংকা করছেন তারা। হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন। তারা হচ্ছেন বতর্মান উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান শামীম, বিএনপি নেতা মোঃ মহিবুল ইসলাম শাহীন, ইংল্যান্ড প্রবাসী চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, কণ্ঠ শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক ও আওয়ামী লীগ কর্মী মোঃ ওয়াসিম উদ্দিন খান। ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৪টি কেন্দ্রে ২ লাখ ১২ ৫৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
লাখাই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। তারা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুল আলম মাহফুজ, বর্তমান ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম আলম ও উপজেলা যুবলীগের আহ্বায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল। ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের ৩৯টি কেন্দ্রে ১ লাখ ২৮ হাজার ৬৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। তারা হচ্ছেন- বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, জাতীয় পার্টি উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রকিব আহমেদ, স্বতন্ত্র মোঃ সুরুজ আলী মোল্লা। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। নির্বাচনে ১৮টি কেন্দ্রে ৫৪ হাজার ৮১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৩ উপজেলায়ই প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ নেতৃবৃন্দ একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছেন। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান শামীম বলেন, কিছু কিছু এলাকা আমি ঝুকিপূর্ণ আছে বলে মনে করি। তিনি বলেন, নিরিহ ভোটারদের একজন প্রার্থী ভয়ভিতি দেখাচ্ছেন। অবৈধ টাকাও বিতরণ করছেন। তবে আমি আশাকরি প্রশাসন কঠোর অবস্থানে থাকবেন। তারা জালজালিয়াতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবেন।
বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি ভোটকেন্দ্রে দাঙ্গাহাঙ্গামার আশঙ্কা করছি। জালজালিয়াতিরও আশংকা করছি। অনেক স্থানে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে আশাকরি প্রশাসন শক্ত অবস্থানে থাকবেন। যদি প্রভাব বিস্তার, দাঙ্গাহাঙ্গামা হয় তবে তার দায় দায়িত্বপ্রাপ্তদের নিতে হবে।
চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহীন বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের হুমকি ধমকি দেয়া হচ্ছে। আমার অনেক কর্মী সরে যাচ্ছে, তারা বলছে আমাদের উপর চাপ আছে। ভোটের দিনও দাঙ্গাহাঙ্গামার আশঙ্কা করেন তিনি।
লাখাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুশফিউল আলম আজাদ বলেন, আমার উপজেলায় ভোটারদের ভয়ভিতি দেখানো হচ্ছে। বিশেষ করে বামৈ ইউনিয়নে অনেককেই মারধরও করা হয়েছে। এসব মিলিয়ে আমি দাঙ্গাহাঙ্গামার আশঙ্কা করছি। ভোটের দিন পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করেন অপর চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম আলম। তিনি বলেন, ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। হুমকি ধমকি দেয়া হচ্ছে। উন্মুক্ত স্থানে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com