মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র বহিস্কারাদেশ প্রত্যাহার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র বহিস্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে।
গতকাল সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। দলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু।
গতকাল বিবৃতিতে সফিকুর রহমান সিতু বলেন- বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি বৃহত্তম রাজনৈতিক দল। যে দলটির প্রতিষ্ঠাতা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে দলটির চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসি, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্র নায়ক দেশনায়ক তারেক রহমান। আমি তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। আমি তাদের আদর্শে গড়া একজন কর্মী। আমৃত্যু বিএনপির একজন কর্মী হয়েই থাকতে চাই, বিএনপি করেই মরতে চাই। সিতু বলেন- আমি বিগত ১৫ বছর আওয়ামীলীগের পতন নিশ্চিত করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন করতে গিয়ে অর্ধশতাধিক মামলার আসামী হয়েছি। অসংখ্যবার কারাভোগ করেছি। পুলিশের গুলিতে একটি চোখ হারিয়েছি। কিন্তু বিএনপির আদর্শ থেকে চুল পরিমাণও বিচ্যুত হইনি। আমি আজীবন দলের নেতাকর্মীদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব এবং দলের সকল কর্মসূচী বাস্তবায়নে জীবন বাজি রেখে অতিতের মতই রাজপথে থাকবো। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com