স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার তেতৈয়া থেকে চুরির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জলিল (৩০) কে গ্রেফতার করা হয়েছে। এদিকে একই রাতে আরও ৫ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার গভীর রাতে সদর থানার একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। সে ওই গ্রামের আলফু মিয়ার পুত্র।
এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, একই গ্রামের মৃত সত্তার মিয়ার পুত্র আব্দুল খালেক, জালাল মিয়া, ইউসুফ মিয়া ও ইছহাক মিয়া। গতকাল শুক্রবার বিকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে রয়েছে।