স্টাফ রিপোর্টার ॥ মাদক ব্যবসায়ী সৈয়দ আলী (৫০) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটক কগ-১ আদালতের বিচারক আব্দুল আলীমের আদালতে সারেন্ডার করলে জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ৩ মার্চ ডিবি পুলিশ অভিযান চালিয়ে বহুলা বাগান বাড়ি থেকে ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় সাহাবুদ্দিন নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়। এ ঘটনায় ডিবির এসআই আলমগীর সৈয়দ আলী ও সাহাবুদ্দিনকে আসামি করে থানায় মামলা করলে সৈয়দ আলী আদালতে সারেন্ডার করে। সে বহুলা গ্রামের আব্দুর রশিদের পুত্র।