বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ১২ বছর ॥ ইলিয়াস আলীর জন্য দোয়া চাইলেন তাহসিনা রুশদীর লুনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম এর ১২ বছর উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে গতকাল বুধবার বিকালে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং এম ইলিয়াস আলীকে সুস্থ্য ও অক্ষত অবস্থায় ফেরত প্রাপ্তির প্রত্যাশায় হবিগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মোঃ আবুল হাসিম, জেলা বিএনপি সদস্য এডভোকেট মোঃ আব্দুল হাই, জেলা বিএনপি সদস্য ও জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা বিএনপি সদস্য ও গোপায়া ইউনিয়ন চেয়ারম্যান এম এ মন্নান, উবাহাটা ইউনিয়ন চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, বাহুবল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী, জেলা আইনজীবি সমিতির ক্রীড়া সম্পাদক এডভোকেট মোঃ মুজিবুর রহমান চৌধুরী, জেলা ওলামাদল সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, জেলা ওলামাদল সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুল্লাহ হিল কাফি, জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন দিলু, আবুল কালাম আজাদ, মুকিম চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান, জেলা যুবদল যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক মোঃ এনামুল হক চৌধুরী, জেলা যুবদল নেতা সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, শাহ্ হারুন উর রশীদ, সোহেল আহমেদ, আজিজুর রহমান আজিজ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, গোপায়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সম্পাদক মোঃ নূরুল ইসলাম, খাগাউরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, জেলা ওলামাদল সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, মাওলানা নূরুল হক, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জয়নাল আবেদীন, বিএনপি নেতা মোঃ টেনু মিয়া, ইসহাক মিয়া, কামাল আহমেদ, আলী হোসেন, দক্ষিণ বানিয়াচং যুবদল যুগ্ম আহবায়ক আবুল হাসান আসাদ, যুবনেতা মীর আক্তার, শফিকুল ইসলাম মঞ্জিল, উজ্জ্বল আহমেদ, শায়েস্তাঞ্জ উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ মনির, বানিয়াচং উপজেলা যুবদল নেতা মোঃ সালাউদ্দিন ফয়সাল, দক্ষিণ বানিয়াচং যুবদল যুগ্ম আহবায়ক কাজী জুলহাস, মুবাশ্বির আহমেদ তুহিন, এনাম খান, ছাত্রদল নেতা শাহ্ আলম ইমরান, তানভীর রাতুল, শিহাব মিয়া প্রমূখ। আলোচনায় অংশ নিয়ে ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা করেন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ এবং নিজের স্বামী এম ইলিয়াস আলীর জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করে বলেন- সিলেটের পরে ইলিয়াস আলী হবিগঞ্জের নেতাকর্মীদের সাথে সবচেয়ে বেশী ঘনিষ্ঠ ছিলেন এবং হবিগঞ্জের নেতাকর্মীদের তিনি বেশী ভালোবাসতেন। ইলিয়াস আলী গুম দিবসকে শক্তিতে রূপান্তরিত করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করে যাবার আহবান জানান। তিনি অনুষ্ঠানের আয়োজক এডভোকেট মোঃ এনামুল হক সেলিমকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার আমাদের প্রেরনার উৎস তারেক রহমান এবং এম ইলিয়াস আলীর জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদল যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা নূরুল আমীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com