প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা হারভেস্টার মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল রহমানের সুস্থতায় কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল ২৯ রমজান মঙ্গলবার (৯ এপ্রিল) হবিগঞ্জ শহরের আইয়ুব আলী রেস্তুরায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। হবিগঞ্জ জেলা হারভেস্টার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমরান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী চিশতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবদাল মিয়ার যৌথ পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দাস, দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক শেখ জয়নাল আবেদিন, হবিগঞ্জ সদর উপজেলা হারভেস্টার মালিক সমিতির সভাপতি ওয়াহিদ মিয়া, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা হারভেস্টার মালিক সমিতির সভাপতি ফয়সল আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মিয়া, মিজানুর রহমান, আলমগীর আহমেদ, আব্দুর রউফ, আলমগীর মিয়া প্রমুখ। বক্তারা হবিগঞ্জ জেলা হারভেস্টার মালিক সমিতির সভাপতি আব্দুল রহমানের সুস্থতা কামনা করেন। পরিশেষে সভাপতি আব্দুল রহমানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।