স্টাফ রিপোর্টার ॥ প্রবীণ আইনজীবী সহকারি নান্টু রঞ্জন দেবের মৃত্যুতে সমিতির পক্ষ থেকে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে আইনজীবী সহকারি সমিতির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই স্বর্গীয় আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আব্দুল মোতাকাব্বির রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র আইনজীবী সহকারি সুভাষ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি নির্ধন দাস, সাবেক সম্পাদক আরাধন দাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী সহকারি জগদীশ দাস নান্টু, আব্দুল হাই-১, আব্দুল হাই-২, তপন চন্দ্র দাস, মোজাহিদ মিয়া, সামছুল হক, নবনির্বাচিত সভাপতি জাহির উদ্দিন, সহ-সভাপতি মিজানুর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা রজত কান্তি চৌধুরী সিটন প্রমুখ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।