শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঘোষণা ছাড়াই ৭ ঘন্টা বিদ্যুতবিহীন হবিগঞ্জ শহর ॥ কাজকর্মে ভোগান্তি

  • আপডেট টাইম রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কোনো ঘোষণা ছাড়াই দিনভর বিদ্যুতবিহীন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। এতে করে পবিত্র রমজান মাসে নানান পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই গোসল করতে না পেরে নামাজসহ দৈনন্দিন কাজ করতে ব্যর্থ হন।
গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের শায়েস্তানগর, রাজনগর, ২নং পুল, ঈদগাহ রোডসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতবিহীন হয়ে পড়ে। তবে বিদ্যুৎ অফিস থেকে জানানো হয় ত্রুটিপূর্ণ লাইন মেরামত করায় বিদ্যুৎ কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। কিন্তু তাদের কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায়নি। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা খুটির মধ্যে কাজ করছেন।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জানান, কোন ঘোষনা ছাড়া বিদ্যুৎ নেয়া ঠিক হয়নি। তবে আগামীতে যাতে এমন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। তাছাড়া ঠিকাদার প্রতিষ্ঠান ধীরে গতিতে কাজ করলে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com