স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের ছোট সাকুয়া গ্রামবাসীর দীর্ঘদীনের দাবী একটি ব্রীজ। এবার সেই দাবী পূরণে ডিও প্রদান করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। জানা যায়, নবীগঞ্জ উপজেলার সাকুয়া বাজার শেরপুর হলিমপুর সড়ক ভায়া করগাঁও ইউপি অফিস হতে সরদারপুর সড়কে একটি ব্রীজের অভাবে দীর্ঘদীন ধরে ভূগান্তি পোহাচ্ছিলেন কয়েক গ্রামের মানুষ। দীর্ঘদীন ধরে বিভিন্ন মহলে একটি ব্রীজের দাবী করে আসছিলেন তারা। এবার সেই দাবীর প্রেক্ষিতে গতকাল রবিবার এলজিইডির চীফ ইঞ্জিনিয়ার বরাবর ডিও লেটার প্রদান করেছেন এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। ডিও প্রাপ্তির পর আগামীকাল বুধবার ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শনে আসছেন এলজিইডির পিডি শেখ আব্দুর রহিম।