স্টাফ রিপোর্টার ॥ আজ রক্তে রাঙ্গানো অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালী জাতির ঐতিহ্য ও গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবীতে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজ পথে নেমে আসে বাংলার দামাল ছেলেরা। সেদিন পুলিশের বুলেটের আঘাতে প্রাণ বির্সজন দেন সালাম, জব্বার, বরকত, রফিক, সফিকসহ নাম না জানা আরো অনেক বাঙ্গালী। বাহান্নর মহান আন্দোলন। রক্তে রাঙানোর ঐতিহাসিক দিনটি বাঙালি জাতি কোনো দিনই ভুলতে পারবে না, তা চোখ বুজেই বলে দেয়া যায়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূতি ও অনুষ্টানের আয়োজন করা হয়েছে। নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে রাত ১২ টা ১ মিনিটে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০ টায় শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন, ছড়া পাঠ ও কবিতা পাঠ প্রতিযোগিতা। হবিগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বেলা ১১ টায় অনুষ্টিত হবে রচনা প্রতিযোগিতা। সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা। সন্ধ্যা ৬ টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আলোচনা সভা ও সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসন নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণসহ হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী সঙ্গতিপূর্ণ প্রামাণ্য অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করেছে।