সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে পিকআপের সাথে সংঘর্ষে সিএনজি চালক নিহত নাজিরপুর গ্রামে সংঘর্ষে মহিলাসহ আহত ১০ ভোট সেন্টার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি যারা করে তারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে ভারত থেকে ফেরার পথে সীমান্তে ব্যবসায়ী আটক জিকে গউছকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার কথিত সোর্স জয়নালসহ ৩ জন অপরাধী গ্রেপ্তার গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মানববন্ধন বানিয়াচংয়ে অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা হারুনুর রশীদের ইন্তেকাল ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ আওয়ামীলীগ অন্যায় করেছে বলেই তাদের এমন পরিণতি হয়েছে শহরে ফুঁ পার্টির সদস্যসহ বিভিন্ন মামলার আসামি কারাগারে প্রেরণ

আগে মক্কেল আসলে ৫০ হাজার দিত এখন দেয় ১ লাখ দেয়-ব্যরিষ্টার সুমন এমপি

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমাকে বলা হয় ‘ফেসবুক প্রোডাক্ট’, ‘ফেসবুক এমপি’। আমি যদি ফেসবুক প্রোডাক্ট হই, তবে শেখ হাসিনা প্রোডাক্টও। কারণ ফেসবুক, ইন্টারনেট এসব তো শেখ হাসিনার কল্যাণেই হয়েছে। তিনি বলেন, আজ শুধু সুমন ভাই বললে হবে না, পলক ভাই বলতে হবে। পলক ভাই আজ চুনারুঘাট-মাধবপুরের তরুণদের জন্য আইটি সেন্টার স্থাপনের ঘোষণা দিবেন। তাই পলক ভাইর স্লোগান দিতে হবে। ব্যারিস্টার সুমন বলেন, আমার রাজনীতি অভিভাবক জেলা আওয়ামীলীগ সভাপতি হবিগঞ্জ-৩ আসনের এমপি মোঃ আবু জাহিরের স্লোগান দিতে, না হলে কোথায় কিভাবে কি উন্নয়ন কাজ করতে হবে তা জানতে পারবো না। তিনি আরো বলেন, সংসদ সদস্য হওয়ার পর থেকে এ অনুষ্টানটি আয়োজন সহ এখন পর্যন্ত সাড়ে ২৭ লাখ টাকা খরচ করেছি, কিন্তু সরকারী বরাদ্দের ১১শ কম্বল ছাড়া কিছুই পাইনি। তিনি বলেন- ব্যারিস্টারের ইনকাম দিয়ে এখনো চলছি, তবে এখন সংসদ সদস্য হওয়ায় লাভ হয়েছে। আগে কোন মক্কেল আসলে ব্যারিষ্টার বলে ৫০ হাজার দিত, এখন দেয় ১ লাখ এমপি বলে। শনিবার দুপুরে চুনারুঘাটে তারণ্যের সমাবেশে তিনি উপরোক্ত বক্তব্য গুলো দেন। স্থানীয় ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবু জাহির, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন, ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, গায়ক তাসরিফ খান, ভিডিও ব্লগার সোলায়মান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, সচেতনতা বৃদ্ধির জন্য ডিজিটাল সেন্টার তৈরীর জন্য আমার ৪টি বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। এর মধ্যে উল্লেখযোগ্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা তৈরী করতে পারা। আমরা প্রযুক্তিগত ব্যবহারের সক্ষমতা তৈরী করতে চাই। যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও অপরাধ যা হচ্ছে তা প্রতিরোধ করতে পারি। সাইবার এ্যাক্ট আইনের বাস্তবায়ন করতে পারি। বিভিন্ন দেশের সাথে সাইবার এ্যাক্ট নিয়ে কাজ করছি। পরে প্রধান অতিথি জেলার ২৬০ তরুণী উদ্যোক্তার মধ্যে ল্যাপটপ বিতরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com