সোমবার, ১৯ মে ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ স্মার্ট বাংলা গড়তে শিক্ষার্থীদের সেভাবে তৈরী করতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সেভাবে তৈরী করতে হবে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৩ আসনে টানা টতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সোমবার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, “আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা অপরিসীম; এখন তোমাদের সময়।” “বিশ্বে নতুন নতুন প্রযুক্তি আসছে। তাই বিশ্ব বাজারে টিকে থাকতে হলে স্মার্ট নাগরিক হতে হবে। সেজন্যে শিক্ষার্থীদের আগ্রহ থাকতে হবে। তা না হলে আমরা এ প্রযুক্তির বিশ্বে পিছিয়ে পড়ব। প্রযুক্তিতে আমরা পিছিয়ে থাকতে চাই না।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের বইয়ের পরিবর্তে ট্যাব তুলে দিচ্ছেন জানিয়ে এমপি আবু জাহির মাদরাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে আরও তরান্বিত করতে সংশ্লিষ্টদের প্রতি জোর আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি এম আকবর হোসেইন জিতুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রভাষক আব্দুস সালাম।
পরে এমপি আবু জাহির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া দাখিল পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com