শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

ঈদ উপলক্ষে বেড়েছে কামারদের ব্যস্ততা

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩
  • ৪৩২ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ আজ বাদে কাল উদযাপন হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহা (কোরবানীর ঈদ)। আর কোরবানী ঈদকে সামনে রেখে হবিগঞ্জ জেলা শহরের কামারপট্টি সহ বিভিন্ন স্থানের কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। কামার শিল্পীদের নিরলস পরিশ্রমে তৈরী করা হচ্ছে মাংস কাটার বিভিন্ন যন্ত্রপাতি। প্রতি বছরই ঈদুল আযহাকে কেন্দ্র করে কয়েকদিন কর্ম ব্যস্ততায় কাটালেও বছরের অন্যান্য দিনগুলো কাটে অলসতায়। তাছাড়া বর্তমান বাজারে যুগের সাথে স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতির সাথে পাল্লা দিয়ে টিকে থাকা কষ্টদায়ক, যার কারনে অনেকেই পূর্বপুরুষের পেশা ছেড়ে দিয়েছে বলে জানায় কামার শিল্পীরা। তারপরও কোরবানীর ঈদকে সামনে রেখে কামারপট্রি এলাকা এখন সরগরম হয়ে উঠেছে। শহরের চৌধুরী বাজার, বেবীস্ট্যান্ড, খোয়াই ব্রীজ সংলগ্ন এলাকাসহ কয়েকটি স্থানে সরজমিনে ঘুরে দেখা গেছে, ঈদুল আযহাকে কেন্দ্র করে কামার শিল্পীদের ব্যস্ততা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে দা, বটি, ছুরি, চাপাতিসহ কোরবানীর পশুর মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরীর কাজ। চামড়ার বাতি মেশিনের মাধ্যমে বাতাস ও পোড়া কয়লার আগুনের উত্তাপে পেটা লোহাকে পুড়িয়ে হাতুরী দিয়ে বিভিন্ন আকৃতির সরঞ্জাম তৈরীর কাজ চলছে। এসময়ে চলে কামার শিল্পীদের হাতুরী-বাটলের টুং-টাং শব্দ। পরে দা, বটি, ছুরিগুলোকে শান দিয়ে পর্যাপ্ত ধারালো করা হয়। মান হিসেবে বিভিন্ন আকার ও সাইজের সরঞ্জাম গুলোর দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
নতুন সরঞ্জাম ক্রয়ের চেয়ে পুরাতন যন্ত্র ধারালো করতে কামার ঘরগুলোতে ভীড় জমাতে দেখা গেছে ক্রেতাদের। আবার অনেক ক্রেতা তাদের পছন্দসই সরঞ্জাম ক্রয় করলেও দাম বেশী বলে মন্তব্য করেছেন।
কামার শিল্পী হেমেন্দ্র পাল বলেন, ঘামে ঝরা পরিশ্রম অনুযায়ী আমাদের মূল্যায়ন ও মুজুরী কম। কোরবানী ঈদ আগমনীর সপ্তাহ পূর্ব সময় আমাদের ব্যবসার সুদিন হলেও বাকি দিনগুলো কষ্টে কাটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com