শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা ॥ বিরোধ নিরসনে উপদেষ্টা ও শালিস কমিটি গঠন মাধবপুরে মাদক সেবনের দায়ে ৫ জনের বিনাশ্রম কারাদণ্ড-জরিমানা শহরে নম্বরবিহীন যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান ॥ জরিমানা আমরা জনগণের ভালোবাসায় সিক্ত হতে চাই-জিকে গউছ শায়েস্তাগঞ্জে শিক্ষিকার বাসায় চুরি ॥ স্বর্ণসহ টাকা খোয়া মাধবপুর পৌরসভার টিএলসিসি’র সভা অনুষ্ঠিত হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকারকে বিদায় সংবর্ধনা নবীগঞ্জে ইউনাইটেড হাসপাতালে হামলা ও লুটপাট ॥ সাবেক মেয়র ছাবির চৌধুরীসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জের ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ॥ যারা চক্রান্ত করছে তারা আমাদের বন্ধু হতে পারে না

আইন শৃংখলা কমিটির সভায় কেয়া চৌধুরী এমপি ॥ সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার মহাযজ্ঞ শুরু হয়েছে। এ মহাসড়কে যুক্ত হতে নবীগঞ্জ ও বাহুবলকে স্মার্ট জনপদে পরিণত করতে হবে। এ লক্ষ্যে আমি সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। তিনি তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য নবীগঞ্জ-বাহুবলবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তার কোন প্রতিদান হয় না। যথাসাধ্য সেবাদানের মাধ্যমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এ ল্েয সর্বসাধারণের সাথে যোগাযোগ করে সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি গতকাল রবিবার সকাল ১১টায় বাহুবল উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন, ইউপি চেয়ারম্যান তফাজ্জুল হক রাহিন, ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ডিএনআই-এর প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, আনসার-ভিডিপি কর্মকর্তা অসীম চন্দ্র দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব ও রিনা কর্মকার প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com