শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

প্রবাসীদের দাবী দাওয়া ও অধিকার আদায়ে “বাংলাদেশী প্রবাসী ও অভিবাসী পরিষদ” এর আত্মপ্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ প্রবাসীদের দেশে-বিদেশে নানা রকম হয়রানি ও বঞ্চনার অভিযোগ অনেক দিনের। প্রবাসীদের এই ক্ষোভ-বিক্ষোভকে ব্যবহার করে প্রবাসীদের বিভিন্ন দাবী আদায়ে পাশে থাকার অঙ্গীকার নিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরের তত্বাবধানে প্রবাসীদের নিয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ নামে একটা বড় আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে কয়েক বছর আগে। যার প্রধান উপদেষ্টা হলেন নুরুল হক নুর। কিন্তু কয়েক মাস আগে ভিপি নুরের দল বাংলাদেশ গন অধিকার পরিষদের তৎকালীন আহবায়ক ড. রেজা কিবরিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রবাসীদের প্রেরিত অনুদান, অর্থ, সাহায্য আত্মসাৎ এর অভিযোগ উঠে ভিপি নুরের বিরুদ্ধে। ফলশ্রুতিতে গন অধিকার পরিষদই ভিপি নুর গ্রুপ ও ড. রেজা কিবরিয়া গ্রুপে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। এর প্রভাব পড়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উপরে।
প্রবাসীদের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের তাবেদারি না করে প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে সংগঠিত থাকার প্রয়োজনীয়তা সামনে রেখে দীর্ঘদিন সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রবাসীদের জন্য একটি স্বতন্ত্র, অরাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে একমত হন এবং নুর গ্রুপ রেজা কিবরিয়া গ্রুপ কোন গ্রুপেরই সাথে সংশ্লিষ্ট না থাকার সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন মতামত ও আলোচনার ভিত্তিতে গত ৪ ডিসেম্বর ইউ কে প্রবাসী সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসাইন সৈয়দ কে আহ্বায়ক ও সৌদি আরব প্রবাসী ফজলুল হক মুন্না কে সদস্য সচিব করে সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন “বাংলাদেশী প্রবাসী ও অভিবাসী পরিষদ” এর ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ঘোষিত হয়।
আহবায়কঃ দেলোয়ার হোসেন সৈয়দ (ইউ.কে) যুগ্ম আহ্বায়ক বৃন্দ মোঃ অলি হোসাইন তালুকদার (ডেনমার্ক), জাফর চৌধরী (আমেরিকা), মাহবুবুল করিম সুয়েদ (ইউ.কে), শাকিল আদনান (সৌদি আরব), আরিফ রশিদ (কানাডা), ইমরান সাদিক আদনান (পর্তুগাল), মোহাম্মদ দেলোয়ার হোসেন (ইউ.কে), সোহাগ মাহমুদ সাইফ (সুইডেন), মাওলানা ফরিদউদ্দিন (লন্ডন), দেলোয়ার রাজা চৌধুরী দারা (স্পেন), এনাম আহমেদ (ইউ.এ.ই), সদস্য সচিবঃ ফজলুল হক মুন্না (সৌদি আরব) যুগ্ম সদস্য সচিববৃন্দ মজহারুল ইসলাম শাকিল (কুয়েত), শাহ আজম স্বাগর (মালয়েশিয়া), শাহদাৎ হোসেন (জার্মান), কামাল পাশা (ওমান), জুলহাস সিকদার (মালদ্বীপ), মিস হেলেন বেগম (ইউ.কে), আলাল আহমদ জীবন (সৌদি আরব), হাফেজ মাওলানা আবদুর রহমান চৌধুরী (অর্থ) (ইউ.কে), অনুপম রাজিব (ইউ.কে), ইঞ্জিনিয়ার নাজমুল হাসান (ইউ.এ.ই), রুবেল আহমেদ (পর্তুগাল) সদস্যবৃন্দ মাওলানা রুহুল আমিন (ইউ.কে), আবদুল হক চৌধুরী (সৌদি আরব), মোহাম্মদ শিবলু তালুকদার (ফ্রান্স), অনিক চৌধুরী (মালয়েশিয়া), মুজাহিদ খান (ইউ.কে), সেলিম খান (সৌদি আরব), সৈয়দ শাহরিয়ার হোসেন (কানাডা), মনিরুজ্জামান খান (ইউ.কে), জোবায়ের হোসেন (ফ্রান্স), আবদুল মুকসিদ চৌধুরী (আমেরিকা), জুয়েল শফিকুল (সিংগাপুর), মোঃ শামীম আহমেদ (মালদ্বীপ), মোঃ জাকির হসেন (ইতালি/ইউ.কে), হুমায়ুন খান (ইউ.কে), মোহাম্মদ লুতফুর হোসেন (ইউ.এস.এ), তাজুল ইসলাম নিটু (ইউ.কে), আশরাফ জনি (ইতালি/ইউ.কে), এম এন আহমেদ নানু (ইউ.কে), মোঃ আজমত কাজী (ইতালি/ইউ.কে), মুজিবুর রহমান (স্পেন), তারেক আহমেদ (ইউ.এস.এ), শাহদাৎ খান (ইউ.এ.ই), ইবাদ চৌধুরী (কানাডা), মোহাম্মদ সুমন (বাহরাইন), ডাঃ তাজুদ ইসলাম (ইউ.কে), মেহেদী হাসান (সৌদি আরব)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com