সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর আলম বাজারে স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত নবীগঞ্জের সাইফুল জাহান চৌধুরীসহ ৩ জনকে মোস্তাক হত্যা মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন মিনাল চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়েছে জিএসসি বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল মানবেতর জীবন যাপন করছেন নবীগঞ্জের সাংবাদিক মছদ্দর আলী শহরের ক্রসরোড সংস্কার, ক্রস ড্রেন ফুটপাত নির্মাণের কাজ সমাপ্তির পথে বানিয়াচঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশত শহরের কালিবাড়ি পুকুরটি প্রভাবশালীদের দখলে বাহুবল বাজারের কাজী ম্যানশন মার্কেটটি আবারও দখলের পায়তারা হবিগঞ্জে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা

এমপি মিলাদ গাজীর মেয়ে গাজী ফায়হা রওশনের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির একমাত্র মেয়ে ও সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর নাত্নী গাজী ফায়হা রওশনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ এশা সিলেট শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে শাহজালাল মাজারস্থ কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯। জানাযার নামাজে ও পরবর্তীতে লামাবাজারস্থ বাসায় গিয়ে সমবেদনা জানান- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, আওয়ামালীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়াজ্জামান চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শারিফুল, সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন চৌধুরী বুলবুল, এডভোকেট সুলতান মাহমুদ, সিলেট গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল আহমেদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সহ-সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, দিনারপুর কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোশারফ আলী মিঠু, নাগরিক টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়জুর রহমান রবিন, নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, দেবপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন, দেবাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন আখঞ্জী, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিম উদ্দৌলা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সুজিব খাঁনসহ ফরিদ গাজীর পরিবারবর্গ, আত্মীয়স্বজন, জেলা-মহানগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ গাজী ফায়হা রওশনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, গাজী ফায়হা রওশন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনাভাইরাসের মহামারীর সময় ভারতে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। তবে কিছুদিন পর আবার জটিলতা দেখা দেয়। পরে কিডনি জটিলতার পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত হয় ফায়হা । অবস্থার অবনতি হলে ১৯ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন আইসিইউর ভ্যান্টিলেশনে থাকার পর রোববার দিবাগত রাতে ১টা ১৫ মিনিটের সময় মৃত্যুবরণ করে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com