বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন নবীগঞ্জে সংঘর্ষ নিরসনে শালিস প্রক্রিয়া চলাকালেই ১১৫ জনের বিরুদ্ধে মামলা আদালতগুলোতে ছিল শোক ভাবগাম্ভির্য্য ॥ শোক প্রস্তাবের মধ্য দিয়ে হবিগঞ্জে বিচার কার্যক্রম শুরু ঢাকায় বিমান বিধ্বস্তে নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল সুতাং নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লাখাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে কৃষির রূপ বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল হোসেনকে বিদায় সংবর্ধনা শহরে যৌথবাহিনীর সাড়াশি অভিযান শায়েস্তাগঞ্জে উঠানে খেলার সময় বজ্রপাতে শিশু নিহত

সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবীতে লন্ডন সিটি যুবদলের সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ বিএনপি’র চেয়ারপার্সন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী দলের সকল নেতা কর্মীদের মুক্তি ও রাজনৈতিক মামলার ফরমায়েসী রায় বাতিল ও আওয়ামীলীগ সরকারের পদত্যাগের ১ দফা দাবি ও নির্বাচন কমিশনার কর্তৃক গণবিরোধী তফসিল ঘোষণার প্রতিবাদে “লন্ডন সিটি যুবদলের” উদ্যোগে গত মঙ্গলবার ২৮ নভেম্বর লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার হলে এক “বিক্ষোভ সমাবেশ” অনুষ্ঠিত হয়। লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আহমদ আকমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) ও যুক্তরাজ্য যুবদল’র সভাপতি রহিম উদ্দীন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সংসদের সদস্য ও যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন লন্ডন সিটি যুবদল নেতা আব্দুল গফ্ফার শাহীন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি বাকি বিল্লাহ জালাল, আক্তার আহমেদ শাহীন, সানুর মিয়া, মহিবুর রহমান মাখন, সেন্ট্রাল লন্ডন বিএনপি’র সাবেক সহ-সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল আলী রিপন, সহ-সাঃ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান বিপুল, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহ সাংগঠনিক সম্পাদক জায়েদ চৌধুরী, যোগাযোগ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান রিয়াজ। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- লন্ডন মহনগর যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম মামুন, সেন্ট্রাল লন্ডন যুবদলের সাধারণ সম্পাদক মাশরুল হোসেন, ইস্টলন্ডন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, লন্ডন সিটি যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান জুয়েল, সহ-সভাপতি সোহেল আহমদ, সায়েদ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ শরীফ রানা, সামিউল হক, আজিজুর রহমান, মোঃ আনিসুর রহমান তালুকদার, মাসুদ পারভেজ রানা, মোঃ শামসুদ্দীন, সাংগঠনিক সম্পাদক কামরান হাসান রাজীব, সহ-সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, মোহাম্মদ কামরুল হাসান রাকিব, কে এম আবু কালাম, মানবাধিকার সম্পাদক মোঃ জাকির হোসেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান, লন্ডন মহানগর যুবদলের সহ-সভাপতি রিজন মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল হক তুষার, জহিরুল ইসলাম, লন্ডন সিটি যুবদলের মোঃ শহিদুল ইসলাম লিটন, কামাল আহমেদ মোহাম্মদ আব্দুল খয়ের, মোহাম্মদ সেলু মিয়া, শাহ রহমান, আনোয়ার হোসেন, মোঃ হাসিবুর রহমান, মোঃ রাসেল, আশফাক আহমেদ উজ্জল, মোঃ খাইরুল এনাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ নাজমুল ইসলাম, মাহফুজুর রহমান জিদান, মোঃ হেলাল মিয়া, খালেদ আহমদ, ইকবাল হোসেন, ফজলু মিয়া, মোঃ নাসির উদ্দিন, মহিউদ্দিন মিয়া, মো: হেলাল উদ্দিন প্রমূখ। বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা, বাংলাদেশে গণতন্ত্র পূন:উদ্ধার আন্দোলনে নিহত শহীদ নেতা কর্মীদের রুহের মাগফিরাত ও অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় এবং লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আহমদ আকমালের ভায়রা ভাই মুন্সীগঞ্জের মালখা নগর স্কুল এন্ড কলেজের ইংরেজী শিক্ষক আবুল কালাম আজাদ এবং লন্ডন সিটি যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ শরীফ রানার মমতাময়ী মাতা সম্প্রতি বাংলাদেশে ইন্তেকাল করায় গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় এবং উভয়ের রূহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com