শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বদলীর ৫ দিনের মাথায় বাহুবলে কৃষি উপ-সহকারী বদলি রদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম খানের বিরুদ্ধে কৃষকের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠামাত্র তাকে বদলির আদেশ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোশাররফ খান। গত ১৫ সেপ্টেম্বর তাকে বাহুবল থেকে সিলেটের দোয়ারাবাজারে বদলি করা হয়। এরপর কয়েকটি গণমাধ্যমে বদলির আদেশ বাতিলের জন্য উপর মহলে নুরুল ইসলামের দৌঁড়ঝাপ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্যে গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহাপরিচালক স্বাক্ষরিত অফিস আদেশে তার বদলি রদ করা হয়। মাত্র ৫ দিনের মাথায় বদলি রদ হওয়ার খবরে বাহুবলের কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশার সঞ্চার হয়েছে। বিষয়টি জানতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোশাররফ খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বদলির আদেশ রদ করতে হয়েছে। তবে এ ব্যাপারে আমি কিছুই জানি না। মাত্র ৫ দিনের মাথায় বদলি রদের ব্যাপারে কিছুই জানেন না বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন। তাই তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি। অপরদিকে বদলি ও রদ হওয়ার প্রক্রিয়াকে উর্দ্ধতন অফিসের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাহুবলে ব্যাপক সমালোচিত উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম খাঁন। এর আগে গত ৫ সেপ্টেম্বর নুরুল ইসলাম খাঁনের বিরুদ্ধে ঘুষ নেয়ার লিখিত অভিযোগ করেন বাহুবল উপজেলার যশপাল গ্রামের কৃষক ইলিয়াছ আলী ইউসুফ। এরপর গত ১১ সেপ্টেম্বর কৃষকেরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
নাম প্রকাশ না করার শর্তে বাহুবল উপজেলার কয়েকজন কৃষক নুরুল ইসলাম খাঁনের বদলি বাতিলের আদেশে বলেন, দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তার বদলি বাতিলের আদেশে আমাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করা ছাড়া আর কোন ক্ষমতা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com