শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা ॥ বিরোধ নিরসনে উপদেষ্টা ও শালিস কমিটি গঠন মাধবপুরে মাদক সেবনের দায়ে ৫ জনের বিনাশ্রম কারাদণ্ড-জরিমানা শহরে নম্বরবিহীন যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান ॥ জরিমানা আমরা জনগণের ভালোবাসায় সিক্ত হতে চাই-জিকে গউছ শায়েস্তাগঞ্জে শিক্ষিকার বাসায় চুরি ॥ স্বর্ণসহ টাকা খোয়া মাধবপুর পৌরসভার টিএলসিসি’র সভা অনুষ্ঠিত হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকারকে বিদায় সংবর্ধনা নবীগঞ্জে ইউনাইটেড হাসপাতালে হামলা ও লুটপাট ॥ সাবেক মেয়র ছাবির চৌধুরীসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জের ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ॥ যারা চক্রান্ত করছে তারা আমাদের বন্ধু হতে পারে না

নবীগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধাওয়া পাল্টা ধাওয়া ॥ আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৫১ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ১ ঘন্টা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে এঘটনা ঘটে। তাৎক্ষনিক আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়- বুধবার সন্ধ্যায় আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে চৈতন্যপুর গ্রামের বাসিন্দা সিএনজি স্ট্যান্ডের সাবেক সভাপতি রব্বান মিয়ার ভাগিনা সিএনজি অটোরিকশা চালক নাসির মিয়া এক যাত্রীর সঙ্গে তর্কাতর্কিতে লিপ্ত হন। পরে এ ঘটনার জের ধরে নাসিরের সঙ্গে উমরপুর গ্রামের লুৎফুর রহমানের বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সৈয়দপুর বাজারে মহাসড়কের দুই প্রান্তে অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। ধাওয়া পাল্টা ধাওয়াকালে একটি টং দোকান ভাংচুর করা হয়। এ ঘটনায় ১ ঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের উভয় পাশে শত-শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি ও যানচলাচল স্বাভাবিক করে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন- চৈতন্যপুর ও উমরপুর গ্রামের দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। বুধবার সন্ধ্যার পর এক যাত্রীর সঙ্গে সিএনজি চালকের কথা-কাটাকাটির জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৮-১০ জন আহত হয়েছেন। তাৎক্ষনিক পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com