সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

স্বপ্নের দেশ ইতালি যাওয়া হলোনা নির্যাতনের শিকার হয়ে হবিগঞ্জের ২৩ যুবক দেশে ফিরে এসেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দালাল চক্রের মাধ্যমে স্বপ্নের দেশ ইটালী ফাড়ি জমাতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে হবিগঞ্জের ২৩ যুবক দেশে ফিরে এসেছে।
জানা যায়, দালাল চক্রের পক্ষে যুবকদের কাছ থেকে টাকা নেন এক সাবেক চেয়ারম্যান। দালাল চক্র প্রথমে যুবকদের নিকট থেকে ১০ লাখ টাকা করে নেন। ক্ষতিগ্রস্ত যুবকদের দুবাই হয়ে ইতালীতে পাঠানোর কথা থাকলেও ওই দালাল চক্র তাদের দুবাই নিয়ে কৌশলে লিবিয়াতে নিয়ে যান। সেখানে নিয়ে গেম ঘরে নিয়ে তাদের আটকে রাখা হয়। এরপর তাদের গেম ঘরে রেখে দালাল চক্র ২য় দফায় গেম দেওয়ার কথা বলে যুবকদের কাছ থেকে আবারও ৫/৬ লাখ টাকা করে নেন। ওই টাকা নিয়ে ক্ষতিগ্রস্ত যুবকদের গেম দিতে পারেনি দালালরা।
গত ৪ জুন লিবিয়ার সময় রাত ১১টার দিকে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী একটি গেম ঘরে তল্লাসী চালিয়ে দেড়শ জন অভিবাসন প্রত্যাশীকে আটক করে। ক্যাম্পে নিয়ে এসব যুবকদের বন্দি করে রাখা হয়। এর মধ্যে পলাশের ৬৩জন লোক ছিল। ওই ৬৩ জনের মধ্যে কয়েকজন টাকা দিয়ে বন্দিশালা থেকে মুক্তি পেলেও অধিকাংশ যুবক মুক্তি পাননি। ওই বন্দিশালায় আটক যুবকদের শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়। ওই নির্যাতনের শিকার হয়ে অনেক যুবক অসুস্থ হয়ে পড়েছেন।
৬৩ জনের মধ্যে একটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় গত ৩১ জুলাই হবিগঞ্জের ২৩ জন যুবক মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। তাদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার খালেক মিয়ার ছেলে শাহজালাল শিবলু, হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের মতি মিয়ার ছেলে রিপন মিয়া, রিচি গ্রামের আতাউর রহমান, একই গ্রামের তাহির মিয়ার ছেলে সামছু মিয়া, ফান্দ্রাইল গ্রামের তকছির মিয়ার ছেলে জিয়াউর রহমান, লাখাই উপজেলার কাটিয়ারা গ্রামের হাদিছ মিয়ার ছেলে রেজাউল আহমেদ, জিরুন্ডা গ্রামের কামাল মিয়ার ছেলে আব্দুর রহমান, একই গ্রামের হাজী রঙ্গু মিয়ার ছেলে শেখবুল মিয়া, সিংহগ্রামের সমুজ আলীর ছেলে সাব্বির আহমেদ, তেঘরিয়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে মোরশেদ মিয়া, বামৈ নোওয়াগাও গ্রামের আলী আজগরের ছেলে মনির হোসেন। অন্যান্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। দালালরা তাদের জিম্মি করে গেম দেওয়া বা বোটে ইতালি পাঠানোর কথা বলে কয়েক দফা টাকা নেন।
ক্ষতিগ্রস্ত সাব্বির আহমেদ জানান, দালাল আমাকে দুবাই থেকে সরাসরি ইতালি পাঠানোর কথা বলে আমার কাছ থেকে প্রথমে ১০ লাখ টাকা নেন। কিন্তু দুবাই আনার পর সেখানে ৭ দিন রেখে আরেকটি ফাইটে আমাকে লিবিয়া নিয়ে যায়। সেখানে নিয়ে গেম ঘরে রাখে। কয়েকদিন পর তাকে ইতালি পাঠাচ্ছিল না তখন আমি তাকে চাপ সৃষ্টি করি। এক পর্যায়ে সে আমাকে দুয়েক দিনের ভিতরে গেম দিয়ে দেবে বলে আরো ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু আমাকে আর গেম দেয়নি। এভাবে শুধু আমিই নই আমার মতো অনেকের কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েছে। আবার দালালরা মাফিয়ার কাছে অনেক যুবকদের বিক্রি করে দেয়। মাফিয়ারা সেখানেই নিয়ে প্রথমে যুবকদের মারধোর করে। তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য ৫ থেকে ৬ লাখ টাকা দিতে হয়। অনেকেই ২/৩ বার মাফিয়া চক্রের কাছে আটক হয়েছেন। মূলত দালালরা তাদেরকে মাফিয়ার কাছে বিক্রি করে। এভাবে লিবিয়া থেকে আমার সাথে অনেকেই ৩৫/৪০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই টাকা দিতে গিয়ে জমি, বাড়ি ঘর বিক্রি করে ঋণগ্রস্ত হয়েছেন। বাড়িঘর হারিয়ে অনেককেই এখন পথে বসতে হয়েছে। সাব্বির তাদের টাকা উদ্ধার দালাল সহ তার সহযোগিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এদিকে ক্ষতিগ্রস্ত আতাউর রহমান সামছু মিয়া, জিয়াউর রহমান, রেজাউল আহমেদ, আব্দুর রহমান শেখরুল মিয়া, সাব্বির আহমেদ, মোরশেদ মিয়া, মনির হোসেন জানান, বছরখানেক আগে দালাল চক্রের অন্যান্য সদস্য দুবাই থেকে সরাসরি তাদের ইতালি পাঠানোর প্রলোভন দেয়। এক পর্যায়ে তাদের প্রলোভনে পড়ে এসব যুবক ইতালির উদ্দেশ্যে পাড়ি জমান। কিন্তু তাদের দুবাই নেওয়ার পর সেখান থেকে সরাসরি ইতালি না পাঠিয়ে লিবিয়াতে নেওয়া হয়। লিবিয়াতে নেওয়ার পর তাদের একটি গেম ঘরে রাখা হয়। গেম ঘরে শতাধিক লোকজনকে গাদাগাদি করে রাখা হয়। ওই গেম ঘরের বাইরে তাদের যেতে দেওয়া হয়নি। একদিন গোসল করলে পানি না থাকায় আরেকদিন গোসল করতে পারেননি তারা। সকালের রান্না করা খাবার বিকেলেও খেতে হয়। পলাশসহ অন্যান্যদের আবার কোনদিন না খেয়েও তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে থাকতে হয়েছে।
এ বিষয়ে করাব গ্রামের সাবেক মেম্বার মুহিবুর রহমান জানান, তার ভাতিজা পলাশ ইতালিতে লোক নেয় সত্য। কিন্তু আমরা কেউ এর সাথে জড়িত নই। সোহান জানান, পলাশের মাধ্যমেই লোকজন যায়। আমার সাথে শুধু টাকা জমা রাখা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com