বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী শহরে টিসিবি পণ্য আটকের ঘটনায় মামলা দায়ের বাহুবলে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তি আটক দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ইংল্যান্ড প্রবাসী আব্দুল মজিদকে সংবর্ধনা মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ভূমি মেলার সমাপনী সভায় ইউএনও ॥ জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে আধুনিক ভূমি সেবা নবীগঞ্জে প্রথমবারের মতো শুরু ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা নবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন মাধবপুরে জাইকার সহায়তায় ২২৯৮ জোড়া বেঞ্চ বিতরন

বিজিবির ৩০টি মহিষ আটক ॥ আজ শুনানী

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৩০টি মহিষ আটক নিয়ে বিচারকের দেয়া আদেশের জবাব দিয়েছেন বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের সিইও। গত ৩ আগষ্ট বিজিবির সিইও আদালতে লিখিত জবাব দাখিল করেন।
বিজিবির দেয়া জবাব সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (৫৫ বিজিবি) এর এ বিশেষ টহল দল মাধবপুর থানার তেলিয়াপাড়া বিওপির সীমান্ত পিলার ১৯৮৩/এম কোন প্রকার কাগজপত্র/রশিদ প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ৩০টি মহিষ আটক করা হয়। যা শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাল্লা কাষ্টমস বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে জবাবে উল্লেখ করা হয়।
এদিকে দরখাস্তকারীর যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে জব্দকৃত মহিষগুলোর মালিকানা দাবী করে বেলাল মিয়া ও পিয়ারুল মিয়া আদালতে দরখাস্ত করেন। এর প্রেক্ষিতে আদালত জব্দকৃত মহিলগুলোর নিলাম কার্যক্রম স্থগিত করা হয়।
এদিকে গত ৩১ জুলাই শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাল্লা কাস্টমস বিভাগের নিকট বিজিবি সিজার লিষ্ট প্রেরণ করে।
কাস্টমস কর্মকর্তা আবুল হোসেন ভূইয়া জানান, বিজিবির একটি চিঠি পেয়েছি। কিন্তু মহিষগুলো আমাদের নিকট হস্তান্তর করা হয়নি। বিজিবির হেফাজতেই রাখা হয়েছে। তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় নিলাম কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, মাধবপুরের জগদীশপুর থেকে ট্রাক বোঝাই ৩০টি মহিষ বিজিবির সদস্যরা আটক করে ক্যাম্পে নিয়ে আসে। বেলাল ও পিয়ারুল ১ আগষ্ট মহিষের মালিক দাবি করে আদালতে আবেদন করেন। আজ রবিবার আবেদনের শুনানী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com