বুধবার, ২১ মে ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

ভাতার টাকা জাদুঘরে দান করলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফারিজা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভাতার টাকা মুক্তিযুদ্ধ জাদুঘরে দান করেছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফারিজা খাতুন। দারিদ্রতাকে পায়ে ঠেলে তিনি এককালিন দিয়েছেন ১০ হাজার টাকা। প্রতিমাসে ভাতার টাকা থেকে আরও ২ হাজার টাকা করে দেয়ার ঘোষণাও দিয়েছেন। মৃত্যুর পরও যেন অনুদান দেয়া থেমে না থাকে সে জন্য জনসম্মূখে ভাইকে দায়িত্ব দিয়েছেন। তার এমন উদ্যোগে প্রশংসায় ভাসালেন বিভিন্ন স্তরের মানুষ। যুদ্ধাহত এ বীর মুক্তিযোদ্ধা বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের বাসিন্দা। মহান ১৯৭১ এ পাক হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এমএ রবের গ্রামের বাড়ি খাগাউড়া গ্রাম লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। কিন্তু লক্ষ্য ঠিক না হওয়ায় বোমা আঘাত হানে পাশর্^বর্তী হলদারপুর গ্রামে। বোমার আঘাতে অনেকেই সেদিন মারা যান। একটি পা হারান দরিদ্র পিতার কন্যা ফারিজা খাতুন। দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনকের হাতের লেখা একটি চিঠিও পান তিনি। কিন্তু দীর্ঘ প্রায় ৪২ বছরেও তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমান্ডেন্ট মানিক চৌধুরীর মেয়ে আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার হাত ধরে ২০১৩ সালে তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান। এরপর থেকেই আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার পৈত্রিক সম্পত্তিতে প্রতিষ্ঠিত হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুদান দেয়ার জন্য উদ্গ্রীব ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি নগদ এককালিন ১০ হাজার ও জুলাই মাসের আরও ২ হাজার টাকা অনুদান হস্তান্তর করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা ফারিজা খাতুনকে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে ক্রেস্ট প্রদান করা হয়। সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুজ জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র চন্দ্র গুপ্ত, দীনেশ চন্দ্র দাশ, মুক্তিযুদ্ধ গবেষক ও সাবেক উপসচিব শেখ ফজলে এলাহি, পুলিশ সুপারের প্রতিনিধি অজয় চন্দ্র দে, লেখক সাইদুর রহমান, মানিক চৌধুরী পাঠাগারের সদস্য অনুপ কুমার দেব প্রমূখ। অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফারিজা খাতুন বলেন, এ জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে মুক্তিযোদ্ধাদের কল্যাণে। তাই আমি যতদিন বেঁচে থাকবো প্রতিমাসে আমার ভাতা থেকে ২ হাজার টাকা প্রদান করবো। এতে আমি মনের দিক থেকে অনেক শান্তি পাবো। যাদের সাধ্য আছে সকলকেই এ প্রতিষ্ঠানের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com