স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩০ জুলাই) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, আনোয়ার হোসেন, এরশাদ আলী, ফরিদ আহমদ, মাসুদ কোরানী মক্কী, মঞ্জু কুমার দাশ, আহাদ মিয়া, সাদিকুর রহমান, শেখ শামছুল হক, কমিউনিটি নেতা কাজল চ্যাটার্জী প্রমুখ। এছাড়া উপজেলা আইন-শৃংখলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন- প্রশাসনের কর্মকর্তা, অফিসার ইনচার্জ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ সকলের মধ্যে সমন্বয় থাকতে হবে। ১৫ ইউনিয়ন নিয়ে গঠিত আয়তনের দিক থেকে বড় এ উপজেলার আইন-শৃংখলার উন্নতি করতে সমন্বয়ের বিকল্পনেই। সামনে জাতীয় নির্বাচন বানিয়াচং উপজেলার কোথাও যেনো কোন ধরণের সহিংসতা না হয় সে দিকে সকলকে নজর দিতে হবে। এছাড়া বানিয়াচং-নবীগঞ্জ সড়কে সিএনজি ড্রাইভারদের দ্বন্দ্ব দ্রুত সমাধান করা, বানিয়াচংয়ের ঐতিহাসিক সাগরদিঘির পশ্চিম পাড়ে ভ্রমণপিপাসুদের বিনোদনের জন্য পার্ক স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।