সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক ইশরাত জাহানকে হবিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদায়ী জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, হবিগঞ্জকে সুন্দর জেলা হিসেবে গড়ার স্বপ্ন নিয়ে যোগদান করেছিলাম। আমি সর্বাত্মক চেষ্টা করেছি। এক মুহূর্ত সময়ও নষ্ট করিনি। জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। হবিগঞ্জবাসীকেই পরিবার হিসেবে গ্রহণ করেছিলাম। তাই পরিবারের সদস্যদের অভাববোধ করিনি কখনোই। তিনি বলেন, জেলায় যোগদানের পরপরই মতবিনিময় সভায় সাংবাদিকরা বড় সমস্যাগুলো তুলে ধরেছিলেন। পরবর্তীতেও নানা তথ্য দিয়ে সবসময় সহযোগিতা করেছেন। সেগুলো কাজে লাগিয়ে সমস্যা সমাধানে কাজ করেছি। বিশেষ করে, স্টেডিয়ামের সামনে স্তুপ করে রাখা দীর্ঘদিনের ময়লা সরানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। স্থানীয় সংসদ সদস্য এবং পৌর মেয়রের সহযোগিতায় সেটি বাস্তবায়ন করতে পেরেছি। শিশুদের বিনোদন ও খেলাধুলার জন্য শিশুপার্কের কাজ শুরু করতে পেরেছি। সাঁতার শেখার জন্য সুইমিং পুল নির্মাণ করেছি। এছাড়াও ওয়াকওয়ে, বেদখল সরকারি জমি উদ্ধারসহ সকল কাজেই সবার সহযোগিতা থাকায় সেগুলো করা সম্ভব হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসকের চেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে চাইলে অনেক সুযোগ নেয়া যায়। কিন্তু আমি নেইনি, দেয়ার চেষ্টা করেছি সবসময়। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত বিদায় সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সহকারী কমিশনার মঈন খান এলিস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ শাবান মিয়া, শফিকুর রহমান চৌধুরী, রহুল হাসান শরীফ, গোলাম মোস্তাফা রফিক, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ প্রেসক্লাব সদস্য সফিকুল আলম চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী সৈকত, শরীফ চৌধুরী, শাকিল চৌধুরী, আলমগীর খান সাদেক, নূরুল হক কবির, এসএম সুরুজ আলী, মঈন উদ্দিন আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী রতন, মোঃ কাউছার আহমেদ, সাইফুর রহমান তারেক, নায়েব হুসেন, আব্দুল হাকিম, এসকে সাগর, বেলাল আহমেদ, অপু আহমেদ রওশন প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ সালিক আহমেদ। পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন শ্রীকান্ত গোপ।
শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেস্ট তুলে দেন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com