স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় দিনেও প্রাইভেট চিকিৎসকদের কর্মবিরতি থাকায় ভোগান্তি পোহাতে হয় সদর হাসপাতালে আসা রোগীদের। অনেকেই প্রাইভেট হাসপাতালে সিজার কিংবা জটিল রোগের অপারেশনসহ পরীক্ষা নিরীক্ষা করাতে পারেননি। ফলে চাপ বাড়ে সদর হাসপাতালে। এদিকে হাসপাতালেও চিকিৎসক সংকট থাকায় রোগীরা পড়েন চরম ভোগান্তিতে। অনেকে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরেন। আবার অনেকেই ঢাকা-সিলেটের হাসপাতালে রেফার্ড হয়ে যান।
এদিকে গতকাল দিনভর কর্মবিরতি থাকার পর বিকালে ঢাকা সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকের জামিনের পর ৭ দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়। এর পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গত রবিবার দুই দিনের কর্মবিরতির ঘোষণা দেয়া হয় ঢাকা থেকে। ফলে সারাদেশেই প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকে।