সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু একটি মহতী উদ্যোগ। পৌরবাসীর স্বাস্থ্য সেবায় পৌরসভার কার্যক্রম ভবিষ্যতে আরো বেগবান হবে। বৃহস্পতিবার হবিগঞ্জ সফরকালে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান পৌর স্বাস্থ্য সেবা পরিদর্শনকালে এ কথা জানান। এর আগে পৌরসভায় এক মতবিনিময় সভায় তিনি বলেন পৌরসভার কার্যক্রমকে আরো আধুনিক করে গড়ে তোলতে হবে। বিশেষকরে তিনি পৌরসভার রাজস্ব আদায়ে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহন করার পরামর্শ দেন। হাবিবুর রহমান বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে জেলার সকল পৌরসভা হতে আগত কর্মকর্তাদের উদ্দেশ্যে পৌরসভার কার্যক্রমকে বেগবান করতে নানা দিকনির্দেশনা দেন। তিনি পৌরসভার কর নিরূপন, কর আদায় ও রাজস্ব আদায় সম্পর্কে প্রায় ৩০ মিনিটের একটি প্রশিক্ষন পরিচালনা করেন। উপস্থিত ছিলেন, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এম এফ আহমেদ অলি, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম রুবেল। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, সফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান। মতবিনিময় সভা উপস্থাপন করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। হবিগঞ্জ জেলার অন্যান্য পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।
পৌরসভার মতবিনিময় সভা এবং প্রশিক্ষন শেষে যুগ্ম সচিব (নগর উন্নয়ন) হাবিবুর রহমান সবুজবাগ ওয়াকওয়ের পাশে হবিগঞ্জ পৌরসভার বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিনি ওই স্থানে গাছের চারা রোপন করে কর্মসূচী উদ্বোধন করেন। পরে তিনি হবিগঞ্জ পৌর স্বাস্থ্য কমপ্লেক্স, কিবরিয়া মিলনায়তন পরিদর্শন করেন। এছাড়াও উৎসে বর্জ্য পৃথকীকরন ডাস্টবিন বিতরণ এবং বিডি ক্লিনের গাছের চারা বিতরনের বিনিময়ে প্লাস্টিক বর্জ্য গ্রহন কর্মসূচীতে গাছের চারা বিতরণ করেন। হাবিবুর রহমান পৌরসভার তিনকোনা পুকুর পাড়ের পৌরসভার নবনির্মিত দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও ঘাটলা পরিদর্শন করেন। তিনি হবিগঞ্জ পৌরসভার এ সকল উদ্যোগের জন্য পৌর মেয়র আতাউর রহমানকে ধন্যবাদ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com