স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়ক এলাকায় রাস্তার উপর বৈদ্যুতিক খুটি ও দেয়ার নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এলাকার ৩০জন স্বাক্ষরিত একটি অভিযোগ হবিগঞ্জ জেলা প্রশাসক ও পৌরসভার মেয়র এর নিকট প্রদান করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বদিউজ্জামান খান সড়কে আলেয়া-আহনাফ টাওয়ার ৭তলা ভবন নির্মাণ করা হয়েছে। ওই টাওয়ারের মালিক আজিজুর রহমান কাজ শুরুর পূর্বে পৌরসভা শুরু থেকে পৌরসভা অনুমোদিত ড্রইং ডিজাইন তোয়াক্কা না করে নির্মান কাজ চালিয়ে যান। তিনি পৌরসভার রাস্তার উপর বৈদ্যুতিক খুটি স্থান ও দেয়ার নির্মাণ করেছেন। এলাকার লোকজন ভবন মালিকের সাথে যোগাযোগ করলে তিনি খারাপ আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আবেদনে এলাকাবাসী রাস্তার উপর থেকে বৈদ্যুতিক খুটি ও দেয়ার অপসারনের দাবী জানান।