সোমবার, ১৯ মে ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

আজ জাতীয় শোক দিবস

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। যথাযথ মর্যাদায় এ দিনটি পালনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ৮টায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ। সকাল ৯টায় কালেক্টরেট প্রাঙ্গণ হতে শোক র‌্যালি ও মৌন মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। পরে সেখানে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় একই স্থানে বিনামূল্যে সুচিকিৎসা প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। সাড়ে ১০ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং যুব ঋণ বিতরণ করা হবে। এছাড়া সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, গির্জা, জেলা কারাগার, সরকারী শিশু পরিবার, এতিমখানা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন খতম, বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা এবং জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতি রেখে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ্ ও নাত্ প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অপরদিকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
১৯৭৫ সালের এ দিনটিতে একদল বিপথগামী সেনাসদস্য জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারের নির্মমভাবে হত্যা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com