প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে নলকুপ স্থাপনের জন্য ৪০ হাজার টাকার চেক অনুদান দিয়েছেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াবিদ লন্ডন প্রবাসী এম রকির আহমেদ। তার পক্ষে চেক হস্তান্তর করেন রিপন তরফদার। গতকাল ১১ মে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের পরিচালনায় চেক হস্তান্তর সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি এডঃ হুমাহুন কবির শওকত। উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ মিজানুর রহমান সুমন, কোষাধ্যক্ষ কামরুল হাসান, সাহিত্য সম্পাদক মুহিবুর রহমান, প্রচার সম্পাদক শাহ মোস্তফা কামাল, নির্বাহী সদস্য আজিজুর রহমান ফয়ফুল, সদস্য তোফায়েল আহমেদ মনির, সমাজসেবক জয়নাল আবেদীন প্রমুখ। উল্লেখ্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াবিদ লন্ডন প্রবাসী এম রকির আহমেদ শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহযোগী করে যাচ্ছেন।