স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত ৩ দিন ধরে দৈনিক ১২ ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে। প্রতি ১ ঘন্টা পর পর ১ ঘন্টার জন্য লোডশেডিং করা হয়। লোডশেডিংয়ের কারণে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিদ্যুৎ বিভাগ বলছে, হঠাৎ প্রচন্ড গরমের কারণে চাহিদা বৃদ্ধি পাওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকদিন মিলেছে চাহিদার অর্ধেক। অপরদিকে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেছে একাধিক সংগঠন। হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন সরদার বলেন, দীর্ঘদিন ধরে রামপাল ও আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। বন্ধ আছে হবিগঞ্জের শাহজীবাজার ৩৩০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদনও। এর মধ্যে হঠাৎ করে প্রচন্ড গরম পড়েছে। ফলে সর্বত্রই এসি’র ব্যবহার বেড়েছে। ছোট ছোট দোকানেও এখন একাধিক এসি ব্যবহার হচ্ছে। তাই চাহিদা মারাত্মকভাবে বেড়েছে। ২/৩ দিনের মধ্যেই আশুগঞ্জ এবং রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, বিদ্যুতের এ সমস্যা আর বেশি দিন থাকবেনা। তবে ততদিন পর্যন্ত সবাইকে ধর্য্য ধরতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ি হতে হবে। তাহলে হয়তো আরও কিছু লোডশেডিং কমানো যাবে। তিনি বলেন, সোমবার থেকে ১১ মেঘাওয়াট পাওয়া যাচ্ছে। এতে আরও কিছু লোডশেডিং কমানো সম্ভব হবে। হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ^াস বলেন, আমাদের অধিন এলাকায় প্রচুর শিল্প কারখানা রয়েছে। তাই এখানে চাহিদা বেশি। তবুও পুরো বিদ্যুৎ আমরা পাচ্ছিনা। দৈনিক ৪০/৪৫ মেঘাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকে। প্রচন্ড গরমে চাহিদা বেড়ে গেছে। ফলে সরবরাহ আর চাহিদা সমন্বয় করা সম্ভব হচ্ছেনা। আশা করছি দ্রুতই এ সমস্যার সমাধান হবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় পিডিবি’র অধিন এলাকায় বিদ্যুতের চাহিদা দৈনিক ১৬.৫ মেঘাওয়াট। কিন্তু গত কয়েকদিন ধরে মিলছে মাত্র ৮ মেঘাওয়াট। ফলে পিডিবি প্রথমে দৈনিক প্রতি ২ ঘন্টা পরপর ১ ঘন্টা লোডশেডিংয়ের শিডিউল দিলেও তা ঠিক রাখতে পারেনি। দৈনিক তারা লোডশেডিং করে ১২/১৩ ঘন্টা। এ অবস্থায় প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে। সোমবার থেকে সেটি বৃদ্ধি করে ১১ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ দেয়া হচ্ছে। পল্লী বিদ্যুৎ বিভাগ জানায়, পল্লী বিদ্যুতের অধিন এলাকায় দৈনিক চাহিদা ১৩০ থেকে ১৫০ মেঘাওয়াট পর্যন্ত। এর কারণ পল্লী বিদ্যুতের অধিন এলাকায় রয়েছে বিপুল পরিমান শিল্প কারখানা। ফলে এখানে চাহিদাও অনেক বেশি। কিন্তু এখানে দৈনিক গড়ে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ৯০ থেকে ১০৫ মেঘাওয়াট পর্যন্ত। প্রতিদিন ৪০/৪৫ মেঘাওয়াট বিদ্যুৎ লোডশেডিং করতে হচ্ছে। এদিকে বিদ্যুতের দাবিতে হবিগঞ্জে বিভিন্ন সংগঠন বিক্ষোভ করেছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিপ্লব রায় সুজন, এস এম ফরহাদ আহমেদ চৌধুরী, এডভোকেট সৈয়দ সামায়ুন বখত, আবুল কাশেম, রাহুল দাশগুপ্ত, বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার প্রধান সংগঠক কমরেড শফিকুল ইসলাম, হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল, দেওয়ান ঝুটন, মোঃ শাহজাহান, কাউছার আহমেদ, সাংবাদিক অপু আহমেদ রওশন, এসএম হেলালুর রহমান, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি নেতা রঞ্জন কুমার রায়, গনতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা অ্যাভোকেট মুরলীধর দাস, উদীচীর সাধারন সম্পাদক আজিজুর রহমান কাউছার, ব্যবসায়ী নেতা আহমেদুর রহমান আজাদ, অ্যাডভোকেট পিনাক রঞ্জন দেবনাথ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি আলিফ রায়হান প্রমুখ।